বুধবার, ১৬ জানুয়ারি, ২০১৩ ০০:০০ টা

রেকেজা সুলতানা

সংগীতশিল্পী

রেকেজা সুলতানা
রংপুর অঞ্চলের ভাওয়াইয়া গান পৃথিবী বিখ্যাত। বহু দিন এ অঞ্চলের গান পৃথিবীর নানা প্রান্তে প্রচার ও অনুশীলন হচ্ছে। আর এ গানেরই শিল্পী রেকেজা সুলতানা ছোটবেলা থেকে সংগীত চর্চা করছেন। অত্যন্ত দরদ দিয়ে তিনি ভাওয়াইয়া গান করে থাকেন বেতার ও টেলিভিশনের এক শ্রেণীর ভাওয়াইয়াশিল্পী। পেশায় আইনজীবী। বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমীর সভাপতি। গান আর নৃত্যই তার বেঁচে থাকার প্রধান খোরাক। আকাশ সংস্কৃতি আর পাশ্চাত্য সংস্কৃতির আগ্রাসনে হারিয়ে গেছে দেশীয় সংস্কৃতি। নৃত্যের মধ্যে অশ্লীলতা ঢুকে গেছে। দর্শকদের রুচির পরিবর্তন হলেও অপসংস্কৃতির অনুকরণ দেশীয় সংস্কৃতির ধারাকে বাধাগ্রস্ত করছে। এখন ভাওয়াইয়া, পল্লীগীতির অনুষ্ঠান তেমন একটা হয় না। গ্রামাঞ্চলে বসে না পালাগানের আসর। তরুণ প্রজন্ম বিদেশি সংস্কৃতির ধারায় গা ভাসাচ্ছে। তরুণরা সমাজ বদলের হাতিয়ার।

সর্বশেষ খবর