বুধবার, ১৬ জানুয়ারি, ২০১৩ ০০:০০ টা

এম এ বাশার টিপু

সাংস্কৃতিক সংগঠক

এম এ বাশার টিপু
সাংস্কৃতিক সংগঠক ও নাট্যকার। রংপুর অঞ্চলে তিনি অত্যন্ত পরিচিত মুখ। পেশায় আইনজীবী হলেও তার অবসর সময় কাটে সাহিত্য-সংস্কৃতি নিয়ে। সাহিত্য সংগঠন অভিযাত্রিকের সভাপতি, বাংলা একাডেমি সদস্য। বেতারের নাট্যকার, নাট্যশিল্পী ও গীতিকার। ছয়টি গ্রন্থের লেখকও তিনি। তিনি কলকাতার নন্দিনী সম্মাননা পদক পেয়েছেন। তিনি বলেন, বিদেশি টেলিভিশন চ্যানেলে কুরুচিপূর্ণ ছবি প্রচার আর আকাশ সংস্কৃতির আগ্রাসনে দেশীয় সংস্কৃতি হারিয়ে যেতে বসেছে। ২০১২ সালে বিভিন্ন ক্ষেত্রে আমাদের অনেক সাফল্য অর্জিত হয়েছে। ধরে রাখা যায়নি দেশীয় সংস্কৃতির ধারা। ক্যাবল নেটওয়াক আইন আছে, প্রয়োগ নেই। ২০১৩ সালে এ আইনটির কঠোর প্রয়োগ চাই। অপ-সংস্কৃতি প্রতিরোধে হোক আর মানবতা এনে দিক দিন বদলের পালা। *সাহাজাদা আজাদ

সর্বশেষ খবর