শুক্রবার, ১৭ মে, ২০১৩ ০০:০০ টা

ফেলুদার সত্যজিৎ রায়

ফেলুদার সত্যজিৎ রায়
বাংলা সাহিত্যের অন্যতম সেরা গোয়েন্দা মনে করা হয় ফেলুদাকে। এ ফেলুদার স্রষ্টা সত্যজিৎ রায়। জনপ্রিয় এ কাল্পনিক চরিত্রটির আসল নাম প্রদোষচন্দ্র মিত্র। তবে এ নাম ছাপিয়ে বছরের পর বছর ধরে বই-মঞ্চ আর সিনেমায় ফেলুদা নামেই এর রাজত্ব। এ চরিত্রটি প্রথম মানুষের সামনে আসে ১৯৬৫ সালের ডিসেম্বরে। পশ্চিম বাংলার জনপ্রিয় পত্রিকা সন্দেশ-এর ডিসেম্বর সংখ্যায় সত্যজিৎ রায়ের লেখা ফেলুদা সিরিজের প্রথম গল্প 'ফেলুদার গোয়েন্দাগিরি' প্রকাশিত হয়। সেই শুরু। এরপর কেবল চরিত্রের জনপ্রিয়তা আর বিস্তৃতি বেড়েই চলেছে। কখনো কমেনি। অধিকাংশ ফেলুদা কাহিনী প্রথম পূজাবার্ষিকী দেশ পত্রিকায় প্রকাশিত হয়েছিল। অল্প কিছু কাহিনী প্রকাশিত হয়েছিল সন্দেশ পত্রিকায়। বইগুলোর বাঁধাই কপি প্রকাশিত হয়েছে আনন্দ পাবলিশার্স থেকে। এ ছাড়া ফেলুদার ওপর কমিক স্ট্রিপও প্রকাশিত হয়েছে। অধিকাংশ ফেলুদা বইয়ের প্রচ্ছদ এবং অলঙ্করণ সত্যজিৎ রায়ের নিজের অাঁকা। ফেলুদা সিরিজের সব গল্প ও উপন্যাস ইংরেজি ভাষায় অনুবাদ হয়েছে। ১৯৬৫ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত ফেলুদা সিরিজের ৩৫টি সম্পূর্ণ ও চারটি অসম্পূর্ণ গল্প-উপন্যাস প্রকাশিত হয়েছে। ফেলুদার প্রধান সহকারী তার খুড়তুতো ভাই তপেশরঞ্জন মিত্র ওরফে তোপসে ও লেখক লালমোহন গাঙ্গুলি (ছদ্মনাম জটায়ু)। ফেলুদার দেওয়া তোপসে নামেই সে সবচেয়ে বেশি পরিচিত। এ চরিত্রটির সঙ্গে অনেকেই শার্লক হোমসের স্রষ্টা স্যার আর্থার কোনান ডায়েলের জন ওয়াটসনের মিল খুঁজে পাবেন। জন ওয়াটসন যেমন শার্লক হোমসের সব সময়ের সঙ্গী তেমনি তোপসেও ফেলুদার সর্বক্ষণের সঙ্গী। ফেলুদার প্রায় সব অভিযানের পুঙ্খানুপুঙ্খ বর্ণনা সে লিখে রাখে। ফেলুদা তার কাকার পরিবার অর্থাৎ তোপসেদের সঙ্গেই ২১ রজনী সেন রোড, কলকাতা-৭০০০২৯-এর বাড়িতে থাকে। দক্ষিণ কলকাতায় রজনী সেন রোড থাকলেও ২১ নম্বর বাড়িটি অস্তিত্বহীন।

সর্বশেষ খবর