শুক্রবার, ১৭ মে, ২০১৩ ০০:০০ টা

শার্লক হোমসের কোনান ডয়েল

শার্লক হোমসের কোনান ডয়েল
গোয়েন্দা শার্লক হোমসের গল্প সবারই জানা। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় গোয়েন্দা মনে করা হয় স্যার আর্থার কোনান ডায়েলের সৃষ্ট গোয়েন্দা শার্লক হোমসকে। পৃথিবীর মানুষের সামনে শার্লক হোমস প্রথম আসেন ১৮৮৭ সালে। আর্থার কোনান ডায়েল ডাক্তারি পাস করে প্লাইমাউথের সাউথ সির ১ নম্বর বুশ ভিলায় বাড়ি ভাড়া করে বসবাস শুরু করেন। মজার ব্যাপার হলো, তখনই ডাক্তারির পাশাপাশি তার মাথায় লেখালেখির ভূত চাপে। তাই ডাক্তারির পাশাপাশি লেখালেখির কাজে হাত দিলেন ডায়েল। ১৮৮৭ খ্রিস্টাব্দে লিখেও ফেললেন একটি উপন্যাস। 'এ টেঙ্গলড স্কিন' নামের উপন্যাসটির মাধ্যমেই গোয়েন্দা শার্লক হোমসের জন্ম। তবে আক্ষরিক অর্থে জন্ম নয়। এ উপন্যাসের মাধ্যমে মানুষের সামনে প্রথম আবিভর্ূত শার্লকের বয়স দেখানো হয় ৩৩ বছর। প্রথমে শার্লক হোমসের নাম ছিল ভিন্ন- শেরিনফোর্ড হোমস। পরে তা পছন্দ না হওয়ায় ডায়েল নিজেই চরিত্রটির নাম পাল্টে ফেললেন। শুধু তাই নয়, পাল্টে গেল উপন্যাসের নামও। এবার উপন্যাসের নাম দিলেন 'এ স্টাডি ইন স্কারলেট'। গোয়েন্দা শার্লক হোমস নিয়ে তিনি 'এ স্টাডি ইন স্কারলেট' বইটি যখন লেখেন তখন এটা ছাপানোর মতো প্রকাশক খুঁজে পাননি। অনেক চেষ্টা করে একটি ম্যাগাজিনে ধারাবাহিকভাবে প্রকাশ করেন হোমসের অ্যাডভেঞ্চারের প্রথম বর্ণনা। এরপর শার্লক হোমসের জনপ্রিয়তা পাল্টে দেয় ডায়েলের জীবনের গতিপথ। কোনান ডায়েল হোমসকে নিয়ে চারটি উপন্যাস ও ৫৬টি ছোট গল্প লিখেছেন। প্রথম কাহিনী 'এ স্টাডি ইন স্কারলেট' ১৮৮৭ সালের বিটনস ক্রিসমাস অ্যানাল পত্রিকায় প্রকাশিত হয়। দ্বিতীয় কাহিনী 'দ্য সাইন অব দ্য ফোর' ১৮৯০ সালে লিপিনকোটস মাসিক ম্যাগাজিন পত্রিকায় প্রকাশিত হয়। ১৮৯১ সালে দ্য স্ট্র্যান্ড ম্যাগাজিন পত্রিকায় প্রথম ছোটগল্পের সিরিজটি প্রকাশিত হওয়ার পরই শার্লক হোমস চরিত্রটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। ১৯২৭ সাল পর্যন্ত হোমসকে নিয়ে একগুচ্ছ ছোট গল্পের সিরিজ এবং আরও দুটি ধারাবাহিক উপন্যাস প্রকাশিত হয়। হোমস কাহিনীর পটভূমির সময়কাল ১৮৮০ থেকে ১৯০৭ সাল, শেষ ঘটনাটির সময়কাল অবশ্য ১৯১৪। চারটি বাদে সব কটি কাহিনীই হোমসের বন্ধু তথা জীবনীকার ডা. জন ওয়াটসনের জবানিতে লেখা। দুটি গল্প [দ্য ব্লানচেড সোলজারস ও দ্য লায়নস] মেন হোমসের নিজের জবানিতে এবং অন্য দুটি গল্প [দ্য ম্যাজারিন স্টোন ও হিজ লাস্ট বো] তৃতীয় পুরুষে লেখা। দুটি গল্প আবার [দ্য মাসগ্রেভ রিচুয়াল ও দ্য গ্লোরিয়া স্কট] হোমস ওয়াটসনকে নিজের স্মৃতি থেকে শুনিয়েছেন এবং ওয়াটসন সেখানে কাহিনীর কাঠামোটিই মাত্র বর্ণনা করেছেন। প্রথম উপন্যাস এ স্টাডি ইন স্কারলেটের মধ্যবর্তী অংশে হোমস ও ওয়াটসনের অজ্ঞাত ঘটনার দীর্ঘ বর্ণনা করা হয়েছে এক সর্বজ্ঞ বর্ণনাকারীর জবানিতে। চোখের ডাক্তার হিসেবে খুব বেশি জনপ্রিয় না হলেও লেখক হিসেবে ডায়েল জনপ্রিয় হয়ে ওঠেন এবং একসময় তার লেখা চরিত্র শার্লক হোমস তার চেয়ে বেশি পরিচিত হয়ে ওঠে।

সর্বশেষ খবর