শুক্রবার, ১৭ মে, ২০১৩ ০০:০০ টা

এরকুলের অগাথা ক্রিস্টি

এরকুলের অগাথা ক্রিস্টি
ইংরেজ অপরাধ কল্পকাহিনী লেখক অগাথা ক্রিস্টি ৮০টি রহস্য উপন্যাস লিখেছেন, যার মধ্যে গোয়েন্দা এরকুল পোয়ারো ও মিস মার্পলের কাহিনী অন্যতম। তাকে রহস্যোপন্যাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও উদ্ভাবনী লেখকদের একজন হিসেবে গণ্য করা হয়। তার ডাকনাম 'দ্য কুইন অব ক্রাইম ফিকশন'। তার লেখা অনেক রহস্য কাহিনী থেকে চলচ্চিত্র নির্মিত হয়েছে। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্যানুসারে অগাথা ক্রিস্টি বিশ্বের সর্বকালের সর্বাধিক বিক্রীত বইয়ের লেখক এবং যে কোনো ধরনের সাহিত্যকর্মের সর্বাধিক বিক্রীত লেখক, যে ক্ষেত্রে উইলিয়াম শেকসপিয়রই কেবল তার সমকক্ষ। তার রচিত প্রায় ৪০০ বই বিশ্বব্যাপী বিক্রি হয়েছে, যার চেয়ে কেবল বাইবেলই অধিকসংখ্যক বিক্রি হয়েছে। ক্রিস্টির বই সর্বমোট ৫৬টি ভাষায় অনুবাদ হয়েছে।

সর্বশেষ খবর