শুক্রবার, ১৭ মে, ২০১৩ ০০:০০ টা

ব্যোমকেশের শরদিন্দু

ব্যোমকেশের শরদিন্দু
বাংলা সাহিত্যের সবচেয়ে মধুর গোয়েন্দা বলা হয় ব্যোমকেশ বঙ্ীকে। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের তৈরি এ গোয়েন্দা চরিত্রটি ভারতীয় উপমহাদেশের পাঠকদের কাছে তুমুল জনপ্রিয়। শরদিন্দুর লেখার সবচেয়ে বড় গুণ হচ্ছে সহজ ও সাবলীলতা। ভাষায় সাধু-চলিতের পার্থক্য খোঁজার কোনো সুযোগ নেই। যেন নতুন কোনো ভাষারীতি আর প্রাঞ্জলতার রীতি মেনে লেখেন তিনি। সংক্ষিপ্ত এবং সহজ ভাষার কারণে টানটান উত্তেজনাপূর্ণ গল্পগুলো খুব অল্প সময়ে পড়া হয়ে যায়। আর এসব কারণেই অল্প সময়ের মধ্যেই ব্যোমকেশ সিরিজটি সবার কাছে তুমুল জনপ্রিয় হয়ে ওঠে। ব্যোমকেশ সিরিজের প্রথম গল্প 'সত্যান্বেষী'। গোয়েন্দা হিসেবে খ্যাতি অর্জন করলেও নিজেকে কখনই গোয়েন্দা ভাবেন না ব্যোমকেশ। গোয়েন্দা কথাটায় তার এক প্রকারের অ্যালার্জি রয়েছে। তিনি নিজেকে বলেন সত্যান্বেষী ব্যোমকেশ বঙ্ী। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় ব্যোমকেশ চরিত্র নিয়ে ৩৩টি কাহিনী লিখেছেন। এর মধ্যে একটি অসম্পূর্ণ।

সর্বশেষ খবর