বুধবার, ২৪ জুলাই, ২০১৩ ০০:০০ টা

০৫ - হিলারি ক্লিনটন [সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী]

০৫ -  হিলারি ক্লিনটন  [সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী]

বিশ্বের ক্ষমতাধর নারীদের মধ্যে হিলারি ক্লিনটন অন্যতম। হিলারি ক্লিনটন ১৯৪৭ সালের ২৬ অক্টোবর জন্মগ্রহণ করেন। কলেজ জীবনেই হিলারি রাজনীতির সঙ্গে সংযুক্ত হন। ১৯৬৯ সালে তিনি কলেজে সিনিয়র ক্লাস প্রেসিডেন্ট নির্বাচিত হন। ১৯৭৩ সালে তিনি স্নাতক সম্পন্ন করেন। ১৯৭৫ সালে তিনি বিল ক্লিনটনকে বিয়ে করেন। ১৯৯৩-০১ সাল পর্যন্ত হিলারি ফার্স্টলেডি ছিলেন।

২০০১-০৯ সাল পর্যন্ত তিনি একজন ইউএস সিনেটরের দায়িত্ব পালন করেন। সাবেক মার্কিন ফার্স্টলেডি হিলারি ক্লিনটন বিশ্বের ক্ষমতাবান নারীদের মধ্যে একজন। ফোর্বস ম্যাগাজিন ২০১৩-এর তালিকা মতে তিনি পঞ্চম অবস্থানে রয়েছেন। সাবেক এই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সারা বিশ্বেই তার ক্ষমতার ছাপ রেখেছেন। বিশ্বজুড়ে মার্কিন মুল্লুকের যে প্রতিপত্তি রয়েছে এবং বিতর্কিত ইস্যুগুলো নিয়ে তিনি নিষ্ঠার সঙ্গে কাজ করে গেছেন। সবচেয়ে আলোচিত ইস্যুগুলোর মধ্যে ছিল আফগানিস্তানে সেনা মোতায়েন ও ইরাক-পরবর্তী পরিস্থিতি নিয়ে। আমাদের এশীয় অঞ্চলেও সম্পর্কোন্নয়নে তিনি বিশেষ ভূমিকা রেখেছেন।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর