বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০১৩ ০০:০০ টা

হ্যারি পটার

হ্যারি পটার

হ্যারি পটার হলো জে কে রাউলিংয়ের তৈরি একটি কাল্পনিক চরিত্র। এখানে হ্যারি একজন জাদুকর। কাহিনীর পটভূমি হচ্ছে_ হগওয়ার্টস স্কুল অব উইচক্যাফট অ্যান্ড উইজার্ডরি যেখানে হ্যারি তার কাছের বন্ধু রন ওয়েজলি ও হারামায়োনি গ্রেঞ্জারের সঙ্গে বিভিন্ন অ্যাডভেঞ্চারে অংশ নেয়। তার চেহারার সবচেয়ে উল্লেখযোগ্য দিক হচ্ছে কপালে বিদ্যুৎ চমকের মতো কাটা দাগ, যা স্কার নামে পরিচিত। লর্ড ভোলডেমর্ট যখন হ্যারিকে মারতে আভাডা কেডাভ্রা নামক অভিশাপ দিয়েছিল তখন হ্যারির কপালে এই দাগ সৃষ্টি হয়। ভোলডেমর্ট হ্যারির বাবা-মাকে হত্যা করেছে। উপন্যাসে হ্যারি জেমস ও লিলি পটারের একমাত্র সন্তান। তার পিতার মতো হ্যারির কালো চুল অপরিপাটীভাবে সাজানো। তার স্বভাব, চরিত্র, ব্যক্তিত্ব সে পেয়েছে তার মায়ের কাছ থেকে। মায়ের সবুজ চোখও সে পেয়েছে। প্রথম উপন্যাসে হ্যারিকে ছোট আকারের ও পাতলা শরীরের বলা হলেও পঞ্চম বইয়ে তাকে লম্বা বলা হয়েছে। সে গোল ফ্রেমের চশমা পরে। হ্যারি পটারের সফলতার নিদর্শন হিসেবে হ্যারিপটার সিরিজের সাতটি বইয়ের প্রচ্ছদ নিয়ে রয়্যাল মেইল ডাকটিকিট প্রকাশ করেছে। হ্যারি পটারের লেখিকা জো রাউলিং ওবিই একজন ইংরেজ কল্পকাহিনী লেখিকা যিনি জে কে রাউলিং ছদ্মনামে লেখালেখি করেন। এ সাহিত্যকর্মের জন্য তিনি একাধিক পুরস্কার জিতেছেন। সারা বিশ্বে এ সিরিজের প্রায় ৩২৫ মিলিয়ন কপি বিক্রি হয়েছে।

 

 

সর্বশেষ খবর