শনিবার, ১৯ অক্টোবর, ২০১৩ ০০:০০ টা

রাধা-কৃষ্ণ

রাধা-কৃষ্ণ

প্রাচীন ভারতের পৌরাণিক গল্পগাথাতেও ভালোবাসার অসংখ্য গল্প রয়েছে। যুগে যুগে অমর প্রেম নিয়ে যত গল্পগাথা রচিত হয়েছে তার মধ্যে রাধা-কৃষ্ণকে নিয়ে হয়েছে সবচেয়ে বেশি সংখ্যক পদাবলী, কীর্তন, পালাগান আর লোকসংগীত। সনাতন ধর্মাবলম্বীরা তো বটেই, সব শ্রেণীর মানুষের কাছে রাধা-কৃষ্ণের প্রেম কাহিনী অন্যরকম আগ্রহের কারণ হিসেবে আজো বেঁচে আছে। বিভিন্ন ধর্মগ্রন্থে কৃষ্ণকে মূলত পাওয়া যায় পরোপকারী, ধার্মিক ও প্রেমিক এই তিন রূপে। এর মধ্যে কৃষ্ণের প্রেমিক রূপের পরিচয় পাওয়া যায় তার বৃন্দাবনলীলায়। হিন্দুশাস্ত্র মতে বিষ্ণু অবতাররূপী দ্বাপরযুগে পৃথিবীতে জন্মগ্রহণ করেন কৃষ্ণ। অন্যদিকে রাধা ছিলেন বৃষভানুর কন্যা। যৌবনে আয়ান ঘোষের সঙ্গে বিয়ে হয় রাধার। কিন্তু রাধার জীবনের একটি বড় সময়ই কাটে কৃষ্ণের বিরহ আর প্রেমে। কৃষ্ণের প্রতি রাধার যে প্রেম সেখানে এক হয়ে মিশেছে পরমাত্দা আর জীবাত্দা। আর পরমাত্দার সঙ্গে এ প্রেমের সম্পর্ক তথা কৃষ্ণলীলার কারণেই এক গোয়ালার কন্যা রাধা বিশেষ গুরুত্ব পেয়েছেন ইতিহাসে।

 

 

সর্বশেষ খবর