রবিবার, ২৭ অক্টোবর, ২০১৩ ০০:০০ টা

ডাকোটা ফ্যানিং

[১৯ বছর]

ডাকোটা ফ্যানিং

ডাকোটা ফ্যানিং যখন সেরা ধনী কিশোর-কিশোরীদের তালিকায় নাম ওঠান তখন তার আয় ছিল ৪ মিলিয়ন মার্কিন ডলার। এই কিশোরী অভিনেত্রীর পুরো আয় আসে সিনেমায় অভিনয় ও বিভিন্ন শো করে। শো'র সফল উপস্থাপনার জন্য তিনি দ্রুতই খ্যাতি লাভ করেছেন। তার আয় বেড়ে দাঁড়িয়েছে ১৬ মিলিয়ন মার্কিন ডলারে। এই মার্কিন অভিনেত্রী আলোচনায় আসেন মূলত আই এম স্যাম চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের জন্য। এ ছাড়া একজন শিশু অভিনেত্রী হিসেবে তিনি বিভিন্ন পুরস্কার ও স্বীকৃতি লাভ করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য সবচেয়ে কম বয়সী অভিনেত্রী হিসেবে স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কারের জন্য মনোনয়ন। অভিনয়ের শুরু 'ইআর' টিভি সিরিজ দিয়ে। সিএসআইয়ের কয়েকটি পর্বেও অভিনয় করেছেন। তার অভিনীত জনপ্রিয় সিনেমার তালিকায় আছে শার্লটস ওয়েব, হাউন্ডডগ, হাইড অ্যান্ড সিক, দ্য সিক্রেট লাইফ অব বিজ। ২০০৫-এ স্পিলবার্গের ওয়ার অব দ্য ওয়ার্ল্ডস-এ ডাকোটা দুই হাতে প্রশংসা কুড়িয়েছেন। ২০০৬ সালে মাত্র ১২ বছর বয়সে তাকে একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের সদস্য হওয়ার আমন্ত্রণ জানানো হয়। ওই বছর তার বার্ষিক আয় দাঁড়ায় ৪০ লাখ ডলারে। ফোর্বসের তালিকায় তখন ২১ বছরের নিচে সবচেয়ে বেশি আয় করে এমন শিল্পীর তালিকায় ডাকোটা ছিল চতুর্থ। এতসবের পেছনে তার মেধা আর পরিশ্রমই মূল বলে মনে করেন এই ধনকুবের অভিনেত্রী।

 

 

সর্বশেষ খবর