বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৩ ০০:০০ টা

এই সময়ের ঢাকা

এই সময়ের ঢাকা

সময়ের পালা বদলে ঢাকায় এসেছে অনেক পরিবর্তন। বদলে গেছে পুরনো চেহারা। নগরায়নের ফলে খোলা জায়গা হ্রাস পেয়েছে, বিপরীতে বেড়েছে মানুষ। ঢাকাকে ঘিরে থাকা নদীগুলো প্রায় মৃত। আধুনিক শহরের আদলে পরিকল্পিতভাবে সাজোনো হয়নি এই প্রাণের শহরটিকে। তাই কখনো বিশ্বের অবাসযোগ্য শহরের তালিকাতেও নাম উঠে গেছে। ইতিহাসঘেরা এই শহরে রয়েছে অনেক দর্শনীয় স্থান। উল্লেখযোগ্য স্থানগুলোর মধ্যে রয়েছে-

বাহাদুর শাহ পার্ক, বলধা গার্ডেন, ওসমানী উদ্যান ও বিবি মরিয়ম কামান, বোটানিক্যাল গার্ডেন, তারা মসজিদ, ঢাকা গেট, হাতিরঝিল, রমনা পার্ক, শিশু পার্ক, শাপলা চত্বর, দোয়েল চত্বর, ধানমন্ডি লেক, গুলশান লেক পার্ক, শাঁখারিবাজার, সোহরাওয়ার্দী উদ্যান, শ্যামলী শিশুমেলা, চিড়িয়াখানা, লালবাগ কেল্লা, জিনজিরা প্রাসাদ, আহসান মঞ্জিল, কার্জন হল, বড়কাটরা, ছোটকাটরা, রোজ গার্ডেন, রূপলাল হাউস, চকবাজার শাহী মসজিদ, লালকুঠি, সাতগম্বুজ মসজিদ, হোসেনি দালান, ঢাকেশ্বরী মন্দির, আর্মেনীয় গির্জা, শহীদ মিনার, তিন নেতার মাজার, বধ্যভূমি স্মৃতিসৌধ, শহীদ বুদ্ধিজীবী কবরস্থান, জাতীয় জাদুঘর। এ ছাড়া কম-বেশি ৪০টির মতো জাদুঘর রয়েছে ঢাকা শহরজুড়ে। উল্লেখ্যযোগ্য হলো- ঢাকার জিরোপয়েন্টের পাশে অবস্থিত পোস্টাল জাদুঘর, আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, ৫ নম্বর সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘর, ধানমন্ডি আবাসিক এলাকার ১০ নম্বর সড়কের ৩২ নম্বরেই রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর, রাজারবাগ পুলিশ লাইনে অবস্থিত পুলিশ জাদুঘর, মিরপুর চিড়িয়াখানার ভেতরে রয়েছে প্রাণী জাদুঘর, সেনানিবাস জাদুঘর, ঢাকা নগর জাদুঘর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় জাদুঘর, নজরুল জাদুঘর, অ্যানাটমি জাদুঘর, বিমান বাহিনী জাদুঘর, শিশু জাদুঘর, সামরিক জাদুঘর ইত্যাদি। এ ছাড়াও ঢাকায় রয়েছে জাতীয় সংসদ ভবন, ভাসানি নভো থিয়েটার, হোসেনি দালাল বা ইমামবাড়াসহ বহু গুরুত্বপূর্ণ স্থাপনা ও ঐতিহাসিক স্থান। এই তালিকায় এমন বহু স্থান ও স্থাপনা জায়গা করে নিতে পারে বিভিন্ন ঐতিহাসিক গুরুত্বের কারণে। ঢাকার ভেতরে হাজার বছরের ইতিহাস লুকিয়ে আছে এমনকি সাস্কৃতিক উপাদানও ছড়িয়ে আছে। ইতিহাস আর ঐতিহ্যেঘেরা এমন শহর বাংলাদেশের গর্ব।

 

 

সর্বশেষ খবর