বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৪ ০০:০০ টা

মৃত যখন চোখ মেলল

মৃত যখন চোখ মেলল

সেন্ট জোসেফ হাসপাতাল। হঠাৎই ইমার্জেন্সি বিভাগে ভয়াবহ অসুস্থ এক মহিলাকে ভর্তি করা হয়। তার নাম কোলেন এস বার্নস। কিন্তু তার রোগ ঠিকভাবে নিরূপণ করতে পারছিলেন না চিকিৎসকরা। তাকে যেসব ওষুধ দেওয়া হচ্ছিল সেগুলোর প্রভাবে তিনি আসলে গভীর কোমায় চলে যান। এদিকে চিকিৎসকরা ভাবলেন তার হৃদযন্ত্র বন্ধ হয়ে গেছে। নিজেদের সর্বোচ্চ চেষ্টা করে যখন জানা গেল রোগীর বেঁচে ওঠার কোনো সম্ভাবনা নেই তখন ডাক্তাররা রোগীর পরিবারের লোকজনের সঙ্গে পরামর্শ করে তার দেহ থেকে লাইফ সাপোর্ট সরিয়ে নিতে উদ্যোগী হন। চিকিৎসকরা যখন মৃত বলে ঘোষিত সেই মহিলার দেহ থেকে প্রত্যঙ্গসমূহ প্রতিস্থাপনের জন্য উঠিয়ে নেওয়ার চেষ্টা করছেন তখন সবাইকে বিস্মিত করে তিনি চোখ মেলে তাকান। উপস্থিত সবাই হতভম্ব হয়ে যায় এ দৃশ্য দেখে। পরবর্তী সময়ে এই অদ্ভুত ঘটনা বিশ্লেষণ করে চিকিৎসকরা জানান, মাত্রাতিরিক্ত ওষুধের প্রভাবে তিনি কোমায় চলে গেলেও তার মস্তিষ্ক মোটামুটি ঠিকমতোই চলছিল। এ কারণেই বেঁচে ওঠেন তিনি।

 

সর্বশেষ খবর