বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৪ ০০:০০ টা

দুধ খেয়েই ২৫ বছর পার

দুধ খেয়েই ২৫ বছর পার

খাবার মানুষের দৈহিক বৃদ্ধি ও পুষ্টির জন্য আবশ্যক। সংস্কৃতি ভেদে একেকজনের খাদ্যাভ্যাস একেক রকম হয়ে থাকে। মানুষের খাদ্যাভ্যাসের এই বিচিত্রতা কারও অজানা নয়। তবে শুধু তরল খাবার খেয়ে বছরের পর বছর বেঁচে থাকার খবর বেশ চমকে ওঠার মতোই। ভারতের এক নারী ২৫ বছর ধরে দুধ খেয়েই বেঁচে আছেন বলে দাবি করে বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যম। এই বিস্ময় জাগানিয়া নারীর নাম মঞ্জু ধর্রা। থাকেন নয়াদিলি্লর কাছেই সোনিপতে। তার খাবারের তালিকায় দুধ আর সামান্য পানি ও পনির রয়েছে। প্রায় ২৫ বছর ধরে তিনি দিনে চার থেকে পাঁচ লিটার দুধ পান করে দিব্যি চলাফেরা করছেন। এর বাইরে খাবারের তালিকায় রয়েছে চা। তার এই খাদ্যাভ্যাস কিন্তু স্বাভাবিক নয়। এর পেছনে দুরারোগ্য এক ব্যাধি রয়েছে। জন্ম থেকেই এক ধরনের রোগে ভুগছেন তিনি। তার পেটে কঠিন কোনো খাবার ঠিকভাবে হজম হয় না। কঠিন খাবার খেলেই উগলে দিতে হয় তাকে। এই কঠিন অসুখটির নাম অ্যাসালসিয়া। দুধ-পানি খেয়ে জীবনধারণ করলেও তার দৈহিক কাঠামো দেখে বোঝার উপায় নেই যে, তার শরীরে কঠিন রোগ দানা বেধে আছে। তার শারীরিক বৃদ্ধি অন্য দশটি মেয়ের মতোই স্বাভাবিক এবং তার উচ্চতা ও দেহের গড়ন সবই ভালো।

 

সর্বশেষ খবর