বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৪ ০০:০০ টা

বিচিত্র তথ্য যত

বিচিত্র তথ্য যত

প্রাণিজগতের বিচিত্রতা

 

* পিঁপড়া। পরিশ্রমী পিঁপড়াদের সঙ্গে কমবেশি সবাই পরিচিত। কিন্তু অনেকে জেনে অবাক হবেন, পিঁপড়ারা কখনো ঘুমায় না।

* পিঁপড়া পানির নিচে দুই দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে।

* জিরাফের জিহ্বা এতই লম্বা যে, সে তার কান পরিষ্কারের কাজে এ লম্বা জিহ্বা ব্যবহার করে থাকে।

* অদ্ভুত কিন্তু সত্য, হাতির বাচ্চা দিনে প্রায় ৮০ লিটার দুধ পান করতে পারে।

* প্রায় ২০ হাজার প্রজাতির মৌমাছির মধ্যে মাত্র চার প্রজাতির মৌমাছি মধু তৈরি করতে পারে। বাকিরা পারে না।

* অদ্ভুত হলেও সত্য, পানি ছাড়া একটি ইঁদুর একটি উট থেকে বেশি সময় পর্যন্ত বাঁচতে পারে!

* বিড়াল আমাদের অতি পরিচিত একটি প্রাণী। অন্ধকারে আমরা তেমন না দেখলেও একটা বিড়াল অন্ধকারে মানুষ থেকে প্রায় ছয়গুণ ভালো দেখতে পারে।

* একটি কাঠঠোকরা সেকেন্ডে প্রায় ২০বার পর্যন্ত কাঠে ঠোকর দিতে পারে।

 

 

অদ্ভুত ঘটনাগুলো

 

*ক্যালিফোর্নিয়ায় ডিন্ড্রো অ্যানরিগ নামে আট বছরের এক বালক ঘুড়ি উড়াচ্ছিল। এ সময় বেশ নিচ দিয়ে যাওয়া একটি বিমানের সঙ্গে তার ঘুড়ির সুতা জড়িয়ে যায়। এতে সে প্রায় ১০ ফুট উঁচুতে উঠে যায় এবং বিমান তাকে ২০০ গজ দূরে নিয়ে যায়।

*পৃথিবীতে ৭০০ কোটি মানুষ আছে। কেউ যদি তাদের সবার সঙ্গে এক সেকেন্ডের জন্যও দেখা করতে চায় তবে তার ৩২ বছর সময় লাগবে।

* শীতল কিছুতে মাথা রেখে ঘুমালে ঘুম ভালো হয়। সে কারণে মানুষ সাধারণত বালিশের শীতল পাশে মাথা রেখে ঘুমাতে যায়।

সিুইজারল্যান্ডে ব্যারি নামের এক কুকুর তুষার ঝড়ে আক্রান্ত মানুষ খুঁজে বের করত। একদিন তুষার ঝড়ে আক্রান্ত ৪৪ জন মানুষকে সে বাঁচিয়েছিল।

 

 

অন্যরকম আইন

* জাপানে কোনো মেয়েকে প্রেমের প্রস্তাব দিলে আইন অনুসারে মেয়েটি না বলতে পারবে না।

*দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় নতুন দেশ সামোয়াতে নিজের স্ত্রীর জন্মদিন ভুলে যাওয়াটা আইনে সিদ্ধ নয়।

* ইন্ডিয়ানায় রবিবারে গাড়ি বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ।

* নেভাদায় বউ পেটানোর সময় ধরা পড়লে আইন অনুসারে তাকে আট ঘণ্টা বেঁধে রাখা হবে। তার বুকের মধ্যে একটা পোস্টার সেঁটে দেওয়া হবে, যাতে লেখা থাকবে, 'ওয়াইফ বিটার' বা বাংলায় 'বিশিষ্ট বউ পেটানো বিশেষজ্ঞ'।

* যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় সাবান চুরিতে ধরা পড়লে তার শাস্তি হলো ওই সাবান দিয়েই নিজেকে ধুতে থাকবে যতক্ষণ না সাবান পুরো শেষ হয়।

* কলোরাডোয় যৌক্তিক কোনো কারণ না দেখিয়ে বৃষ্টির পানি সংগ্রহ করা এক ধরনের চুরি। এটি প্রতারণা অথবা ছিনতাইয়ের পর্যায়ে পড়ে বলে এ দেশের আইনে রয়েছে।

* জাপানে ট্রেনের নিচে আত্দহত্যা করলে, আত্দহত্যাকারীর পরিবারকে অর্থদণ্ড জরিমানা করা হয়।

 

 

সর্বশেষ খবর