রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৪ ০০:০০ টা

এস্তেনিয়া

এস্তেনিয়া

এস্তোনিয়া উত্তর-পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র। এস্তোনিয়া দেশটি বাল্টিক সাগরের পূর্বপ্রান্তে অবস্থিত। এস্তোনিয়া বাল্টিক দেশগুলোর মধ্যে ক্ষুদ্রতম এবং সবচেয়ে উত্তরে অবস্থিত। এস্তোনিয়ার পশ্চিমে বাল্টিক সাগরের অপর প্রান্তে সুইডেন অবস্থিত। এস্তোনিয়া মূলত জলা ও প্রাচীন অরণ্যে পূর্ণ একটি নিম্নভূমি। দেশটির উপকূলীয় জলসীমায় বহু দ্বীপ আছে। এস্তোনিয়ার রাজধানী তালি্লন একটি গুরুত্বপূর্ণ বাল্টিক সমুদ্রবন্দর এবং দেশের বৃহত্তম শহর। শীতপ্রধান অন্যান্য দেশগুলোর মতো এটিও বছরের বেশিরভাগ সময় বরফে আচ্ছাদিত থাকে। এখানে প্রায় বরফঝড় এবং তীব্র শৈত্যপ্রবাহের কারণে প্রতিকূল পরিবেশ তৈরি হয়।

 

 

সর্বশেষ খবর