রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৪ ০০:০০ টা

গ্রিনল্যাণ্ড

গ্রিনল্যাণ্ড

গ্রিনল্যান্ড উত্তর আটলান্টিক ও আর্কটিক মহাসাগরের মধ্যে অবস্থিত একটি সুবৃহৎ দ্বীপ যা ডেনমার্কের একটি স্ব-নিয়ন্ত্রিত অংশ হিসেবে স্বীকৃত। দ্বীপটির অধিকাংশই আর্কটিক বৃত্তের উত্তর অংশে অবস্থিত। এটি পশ্চিম দিকে ডেভিস প্রণালি ও ব্যাফিন উপসাগর দ্বারা প্রাথমিকভাবে কানাডীয় আর্কটিক দ্বীপপুঞ্জ থেকে বিচ্ছিন্ন হয়েছে এবং পূর্ব দিকে ডেনমার্ক প্রণালি দ্বারা আইসল্যান্ড থেকে পৃথক হয়েছে। গ্রিনল্যান্ড পৃথিবীর বৃহত্তম দ্বীপ। দেশটির তাপমাত্রা অত্যন্ত নিম্ন। এখানকার সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ৯ ডিগ্রি এবং সর্বোচ্চ ৭ ডিগ্রি হতে পারে। আশ্চর্যের ব্যাপার হলো গরম কালেও এখানকার মানুষজনকে বরফের সঙ্গেই বসবাস করতে হয়। গোটা দ্বীপটিই যেন স্থায়ী বরফের আচ্ছাদনে ঢাকা।

 

 

সর্বশেষ খবর