শিরোনাম
বুধবার, ২৭ আগস্ট, ২০১৪ ০০:০০ টা

অমিয় বাণী

অমিয় বাণী

** নামাজ পড়, রোজা রাখ, কলমা পড় ভাই, তোর আখেরের কাজ করে নে সময় যে আর নাই।

** ভালোবাসার কোনো অর্থ বা পরিমাণ নেই।

** প্রেম হলো ধীর প্রশান্ত ও চিরন্তন।

** শূন্যে মহা আকাশে

তুমি মগ্ন লীলা বিলাসে

ভাঙিছো গড়িছো নীতি ক্ষণে ক্ষণে

নির্জনে প্রভু নির্জনে খেলিছো

** কামনা আর প্রেম দুটি হচ্ছে সম্পূর্ণ আলাদা। কামনা একটা প্রবল সাময়িক উত্তেজনা মাত্র আর প্রেম হচ্ছে ধীর প্রশান্ত ও চিরন্তন।

** নুড়ি হাজার বছর ঝরনায় ডুবে থেকেও রস পায় না।

** বিদ্রোহী মানে কাউকে না মানা নয়। যা বুঝি না তা মাথা উঁচু করে বুঝি না বলা।

 

 

 

সর্বশেষ খবর