শিরোনাম
বুধবার, ২৭ আগস্ট, ২০১৪ ০০:০০ টা

কাব্যে প্রেমগাথা

কাব্যে প্রেমগাথা

কাজী নজরুল ইসলাম একই সঙ্গে ছিলেন দ্রোহ ও প্রেমের কবি। তার কাব্যে, গানে বারবার তাই উপজীব্য হয়েছে প্রেম। মানুষের মানবিক অনুভূতির অনন্য ভাষা ভালোবাসা ও প্রেমকে তিনি সাহিত্য অঙ্গনে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। কবিচিত্তের বিচ্ছেদ জ্বালা পথিকের মাধ্যমে প্রকাশ পেয়েছে। কবি বলেছেন-

'এক জ্বালা, এক ব্যথা নিয়া

তুমি কাঁদ আমি কাঁদি, কাঁদে মোর হিয়া।'

কাজী নজরুল ইসলামের কাব্যে প্রেম সম্পর্কে বিশ্বজিৎ ঘোষ বলেছেন-

'প্রকৃতির মাঝে আত্দভাবের বিস্তার এবং একই সঙ্গে প্রকৃতির উপাদান সানি্নধ্যে অন্তর ভাবনার উন্মোচন রোমান্টিক কবির সহজাত বৈশিষ্ট্য। 'চক্রবাক' কাব্যে নজরুলের এই রোমান্টিক সত্তার প্রকাশ বিশেষভাবে ফুটে ওঠে। নজরুলের প্রকৃতি চেতনার পরিচয় পাওয়া যায় কিন্তু 'চক্রবাক'-এ এসে দেখা যায়, প্রকৃতি নজরুলের প্রজ্ঞাশাসিত ও অভিজ্ঞতালব্ধ মানসতার স্পর্শে এসে হয়ে উঠেছে সংযত, সংহত এবং শূন্যতা তথা বেদনার প্রতীকী ধারক।'

কবি কাজী নজরুল ইসলাম কবিতা ছাড়াও বহুবিচিত্র গান রচনা করেছেন। প্রেম-বিরহ, বিদ্রোহ-বিপ্লবের ওপর তার অসংখ্য গানও রয়েছে। গানে কি কবিতায় মানুষের কল্যাণে কবি পুরাতনকে ধ্বংস করতে চেয়েছেন। কবি সব অসুন্দরকে ধ্বংস করতে চেয়েছেন। তাই হয়তো বিদ্রোহের পাশাপাশি আবার প্রেম আর সৌন্দর্যের মিলন ঘটিয়েছেন। কবি বিদ্রোহ করেছেন অন্যায়কে ধ্বংস করার জন্য, আর প্রেমের কথা বলেছেন মানবতাকে মজবুত করার জন্য। কবি প্রেমের এই অনন্য উপস্থাপনা সত্যিই আবেগময়।

 

 

 

 

সর্বশেষ খবর