বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০১৪ ০০:০০ টা

কলোসিয়াম

কলোসিয়াম

ইতালির রোম শহরে অবস্থিত একটি বৃহৎ উপবৃত্তাকার ছাদবিহীন মঞ্চ। পূর্বে এর নাম ছিল ফ্ল্যাভিয়ান নাট্যশালা। ৫০ হাজার দর্শক ধারণ ক্ষমতাসম্পন্ন এই মঞ্চটি সাধারণত ক্রীড়া প্রতিযোগিতায় ব্যবহার করা হতো। এখানে মল্লবীররা একে-অপরকে পরাজিত করে নিজের ক্ষমতা জাহির করত। এমনকি হিংস্র জীবজন্তুর সঙ্গেও তাদের লড়াই করতে হতো। মাঝে মাঝে নারীদের মল্লযুদ্ধও অনুষ্ঠিত হতো। অনেক সময় রোমান মহিলারা নামকরা মল্লবীরদের প্রেমে পড়ে গৃহত্যাগও করতেন। এ ছাড়া স্থল-নৌযুদ্ধ, পশু শিকার সম্পর্কীয় নাটকও আমন্ত্রিত দর্শকদের মনোরঞ্জনার্থে প্রদর্শন করা হতো। ছয় একর জমির ওপর প্রতিষ্ঠিত কলোসিয়ামের দৈর্ঘ্য ১৮৯ মিটার এবং প্রস্থ ১৬৫ মিটার। এর নির্মাণ কাজ শুরু হয় ৭০ থেকে ৭২ খ্রিস্টাব্দের মাঝামাঝিতে সম্রাট ভেসপাসিয়ানের রাজত্বকালে এবং শেষ হয় ৮০ খ্রিস্টাব্দে সম্রাট তিতুসের রাজত্বকালে। সম্রাট দোমিতিয়ানের শাসনামলে এটিকে আরও পরিবর্তন ও পরিবর্ধন করে আকর্ষণীয় করে তোলা হয়। কিন্তু পরবর্তীতে ভূমিকম্প আর পরিচর্যার অভাবে কলোসিয়াম ক্ষতিগ্রস্ত হতে থাকে। বর্তমানে এর প্রায় এক-তৃতীয়াংশ টিকে আছে।

 

 

সর্বশেষ খবর