রবিবার, ১৮ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

জ্ঞানভিত্তিক বাংলাদেশ চাই

তাহজীব সিদ্দিকী
এমপি, ঝিনাইদহ-২

জ্ঞানভিত্তিক বাংলাদেশ চাই

ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী বলেছেন, আমরা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ, প্রগতিশীল, অসাম্প্রদায়িক এবং মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত জ্ঞানভিত্তিক বাংলাদেশ চাই। যেখানে রাজনৈতিক মৌলিক বিষয়গুলো মীমাংসিত, সেখানে বিতর্ক নয়। বাংলাদেশ প্রতিদিনকে তিনি বলেন, রাজনীতি হবে ইস্যুভিত্তিক, কল্যাণমূলক। তুচ্ছ ঘটনাকে নিয়ে জাতির শ্রম, মেধার অপচয় হবে না। গণতান্ত্রিক সমাজব্যবস্থায় পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সহাবস্থানের পরিবেশ বজায় থাকবে। মৌলিক প্রতিষ্ঠানগুলো স্বচ্ছতা ও সততার সঙ্গে কাজ করবে এবং গণতান্ত্রিক পরিবেশকে উত্তরোত্তর বিকশিত করতে হবে।

জনগণের মধ্যে মেধা এবং মননের চর্চা অব্যাহত থাকবে। সব নাগরিকের সাংবিধানিক অধিকার অক্ষুণ্ন থাকবে। মানবাধিকার প্রতিষ্ঠিত হবে। যেখানে ধর্মীয় গোঁড়ামি ও কুসংস্কার মানুষে মানুষে কৃত্রিম বিভাজন তৈরি করবে না। ধর্ম হবে মানুষের আত্মিক শুদ্ধি ও শান্তির মাধ্যম।

জাতীয় নেতা নূরে আলম সিদ্দিকীর ছেলে

 

 

সর্বশেষ খবর