বুধবার, ২৮ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

জর্ডান বেলফোর্ট

জর্ডান বেলফোর্ট

২০০ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতির ঘটনাকে কেন্দ্র করে আলোচনায় আসেন জর্ডান বেলফোর্ট। 'পাম্প অ্যান্ড ডাম্প' ফার্ম বলে সুপরিচিত স্ট্রাটান ওকামোন্ট প্রতিষ্ঠানের মাধ্যমে নব্বইয়ের দশকে তার নাম ছড়িয়ে পড়ে। ব্রোকারদের আগ্রহ ছাড়িয়ে এই প্রতিষ্ঠানের সঙ্গে অর্থনৈতিক লেনদেন বেড়ে যায়। বেলফোর্ট এই সুযোগটি কাজে লাগান। উচ্চাকাঙ্ক্ষী ব্রোকারদের দল গঠন করেন তিনি। এই ব্যবসায় সংযুক্ত হওয়া ব্রোকারদের দল সস্তা জিনিস বিক্রির জন্য অভাবনীয় এবং উচ্চমূল্যের শেয়ার বিক্রয়ের জন্য বিনিয়োগকারীদের বোকা বানাতে শুরু করে। জর্ডান বেলফোর্টের অন্যতম গুণ ছিল মিষ্টি কথায় বিনিয়োগকারীদের মন জয় করে নেওয়া। সেটাকে পুঁজি করেই তার ব্রোকার দল মানুষকে অস্বাভাবিক লাভের লোভে ফেলতে শুরু করে। অখ্যাত ও অবৈধ কোম্পানির শেয়ার উচ্চমূল্যে ক্রয় করে পস্তাতে থাকে সাধারণ বিনিয়োগকারী আর ফুলেফেঁপে ওঠে জর্ডান বেলফোর্ট। পরবর্তীতে তাকে ২২ মাসের কারাদণ্ড ও ১০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগকারীদের ফেরত দেওয়ার সাজা দেওয়া হয়।

 

 

সর্বশেষ খবর