বুধবার, ২৮ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

মাইকেল দে গাজমেন

মাইকেল দে গাজমেন

স্বর্ণের লোভ সামলানো আসলেই কঠিন। আর সে লোভের ফাঁদে ফেলেই সাধারণ বিনিয়োগকারী নয়, বড় বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদেরও বোকা বানিয়ে ফেলেন মাইকেল গাজমেন। ১৯৯৩ থেকে ১৯৯৬ সালের মধ্যে তিনি দাবি করেন, স্বর্ণের খনির খোঁজ পেয়েছেন তিনি। এ দাবির পরিপ্রেক্ষিতে, কয়েক টুকরা স্বর্ণ নিয়ে তিনি বিনিয়োগকারীদের কাছে খনি থেকে স্বর্ণ তোলার জন্য লোভনীয় অফার নিয়ে যান। বিনিয়োগের পরিবর্তে বড় অঙ্কের লাভ ফেরত পাওয়ার আশায় বিনিয়োগকারী প্রতিষ্ঠান এখানে আগ্রহ দেখান। তাই মাত্র এক পেনি মূল্যের শেয়ারের দাম বাড়তে থাকে অস্বাভাবিকভাবে। ব্রি-এক্স মিনারেলস এর নামে শেয়ারের পরিমাণ দাঁড়ায় ৬ বিলিয়ন মার্কিন ডলার। শেয়ারের দাম বৃদ্ধির ঘটনা অনুসন্ধান করতে গিয়ে ইন্দোনেশিয়া সরকারের সন্দেহ হয়। এবং জানতে পারে ব্রি-এক্স মিনারেলস এর স্বর্ণ খনি বলতে যে জায়গা রয়েছে সেখানে পাথর ছাড়া কিছুই নেই! আর ৬ বিলিয়ন মার্কিন ডলার গাজমেনের পকেটে।

 

 

সর্বশেষ খবর