শিরোনাম
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

উ. কোরিয়া ও দ. কোরিয়া

১৯৪৮ সাল থেকে সবদিক থেকে যুদ্ধ বন্ধ করে নিজেদের ভিতরে শান্তি প্রতিষ্ঠা করে নেয় এ দেশ দুটো নিজেদের ভাগ করার মাধ্যমে। ১৯৫৩ সালে দুই পক্ষই নিজেদের সৈন্যদলকে সরিয়ে নিয়ে সেখানে ২.৫ মাইলের একটা অন্তর্বর্তীকালীন স্থান তৈরি করে। তবে এর পুরোটাই হয়েছে মুখে মুখে। আদতে বাস্তবে কোনো শান্তিচুক্তিতে স্বাক্ষর করেনি তারা। ফলে সেই হিসেবে দেশ দুটি এখনো যুদ্ধরত রয়েছে। বিগত বছরগুলোতে এই সীমান্তের ঝামেলা আরও খানিকটা বেড়েছে। পৃথিবীতে এটাকেই সবচেয়ে অস্ত্রসজ্জিত সীমান্ত বলে ধরা হয়। কদিন আগেই উত্তর কোরিয়ার একটা ডুবোজাহাজ দক্ষিণ কোরিয়ার একটি যুদ্ধজাহাজকে ধ্বংস করে দিয়েছে। এ ছাড়াও ২০১০ সালে উত্তর কোরিয়ার গোলাগুলির জবাবে দক্ষিণ কোরিয়াও গুলি ছোড়ে। এমনকি এখানকার সীমান্ত আক্রমণের ভয় এতটাই বেড়ে গেছে যে, কিছুদিন আগেও একটি সাধারণ বিমানকে ফাইটার বিমান সন্দেহে দক্ষিণ কোরিয়ার সীমান্তে সেটিকে গুলি ছোড়া হয়। বিমানটি উত্তর কোরিয়ার হলেও সেটি মোটেই ফাইটার বিমান ছিল না। তবে উত্তর কোরিয়ার আক্রমণকে প্রতিহত করার জন্য দক্ষিণ কোরিয়াকে সাহায্য করার জন্য আমেরিকাও নিজেদের ২৮ হাজার সৈন্যকে সীমান্তে বহাল রেখেছে।

সর্বশেষ খবর