বুধবার, ৪ মার্চ, ২০১৫ ০০:০০ টা
৪২.৯ বিলিয়ন

খনি ও জ্বালানি ব্যবসায় অপ্রতিদ্বন্দ্বী

খনি ও জ্বালানি ব্যবসায় অপ্রতিদ্বন্দ্বী

কোচ ভাইয়ের দ্বিতীয় জন ডেভিড কোচ। বর্তমানে তার সম্পদের পরিমাণ ৪২.৯ বিলিয়ন মার্কিন ডলার। বিশ্বের শীর্ষ শিল্পপতিদের একজন তিনি। খনি ও জ্বালানি ব্যবসা তার ভাগ্য বদলে দেয়। রাসায়নিক খাতে বড় অঙ্কের বিনিয়োগ করে লাভের মুখ দেখেন, তিনি তুখোড় ব্যবসায়ী হিসেবে সুনাম রয়েছে। মার্কিন এই দাপুটে ব্যবসায়ী, মানবমিত্র, রাজনৈতিক কর্মী এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারের জন্ম যুক্তরাষ্ট্রের ক্যানসাস অঙ্গরাজ্যের উইচিতা শহরে ১৯৪০ সালের ৩ মে। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেন ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি (এমআইটি) থেকে। বড় ভাই চার্লস কোচের সঙ্গে তিনিও 'কোচ ইন্ডাস্ট্রি'র সহ-স্বত্বাধিকারী। যুক্তরাষ্ট্রের খনি, জ্বালানি ও রাসায়নিক খাতে কানসালট্যান্টভিত্তিক কোচ শিল্পগোষ্ঠীটির বিশাল বিনিয়োগ রয়েছে। ২০১৩ সাল থেকে তিনি নিউইয়র্ক শহরের সবচেয়ে বিত্তশালী ব্যক্তি। দানবীর হিসেবে ডিভিড কোচের যথেষ্ট সুনাম রয়েছে। লিংকন সেন্টার, নিউইয়র্ক প্রেসব্রাইটান হাসপাতাল, আমেরিকান মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রিসহ বেশ কিছু সামাজিক সংগঠনের তহবিলের জোগানদাতা।

 

 

সর্বশেষ খবর