বুধবার, ৪ মার্চ, ২০১৫ ০০:০০ টা
৪১.৭ বিলিয়ন

শীর্ষ ধনী নারীর সুনাম মানবকল্যাণে

শীর্ষ ধনী নারীর সুনাম মানবকল্যাণে

ক্রিস্টি ওয়ালটন। বিশ্বের শীর্ষ ধনী নারী তিনি। তার বর্তমান সম্পদের পরিমাণ ৪১.৭ বিলিয়ন মার্কিন ডলার। ওয়ালমার্ট রিটেইল জায়ান্ট থেকে তিনি এই বিপুল পরিমাণ সম্পদ আয় করে থাকেন। ২০০৫ সালে বিমান দুর্ঘটনায় মার্কিন চেইন স্টোর জায়েন্ট ওয়ালমার্ট করপোরেশনের প্রতিষ্ঠাতা স্যাম ওয়ালটনের ছেলে জন টি. ওয়ালটন মারা গেলে তার স্ত্রী ক্রিস্ট ওয়ালটন ১৫.৭ বিলিয়ন মার্কিন ডলারের মালিক হন। ছেলে লুকাস ওয়ালটনকে নিয়ে তিনি যুক্তরাষ্ট্রের ওয়াইওমিং অঙ্গরাজ্যে বসবাস করেন। ১৯৫৫ সালে জন্ম নেওয়া ক্রিস্ট ওয়ালটনের আয়ের উৎস বিশ্বের সবচেয়ে বড় চেইন স্টোর ওয়ালমার্ট ও ফার্স্ট সোলার কোম্পানি। বর্তমানে ওয়ালমার্টের রয়েছে ১১ হাজারটি স্টোর। এতে রয়েছে ২.২ বিলিয়ন কর্মচারী। দাতব্য কর্মকাণ্ডে ক্রিস্ট ওয়াল্টনের যথেষ্ট সুনাম রয়েছে। কয়েক বিলিয়ন মার্কিন ডলার তিনি সহায়তা করেছেন মানবকল্যাণে। বর্তমানে তিনি বেশ কিছু সামাজিক ও অলাভজনক প্রতিষ্ঠানের নেতৃত্ব ও তহবিল গঠনে ভূমিকা পালন করে থাকেন। ক্রিস্টি ওয়ালটনের ব্যবসায়িক দূরদর্শিতা সর্বমহলে প্রশংসিত হয়ে আসছে।

 

সর্বশেষ খবর