বুধবার, ২২ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

তারা ৪ জন

তারা ৪ জন

বিজয়ের মুকুট মাথায় পরতে ছুটে চলেছেন মেয়র প্রার্থীরা। তাদের সেই পথকে একটুখানি সহজ করতে সঙ্গী হয়েছেন স্ত্রীরাও। স্বামীর পাশে সমানতালে যুদ্ধ করছেন তারা। রোদ-বৃষ্টি উপেক্ষা করে দিনের পর দিন মাঠ চষে বেড়াচ্ছেন তিন মেয়র প্রার্থীর স্ত্রীরা। এর মধ্যে শুরু থেকেই স্বামীর পক্ষে সাহসী নাবিকের মতো নির্বাচনী নৌকার হাল ধরেছেন ঢাকা দক্ষিণ সিটির বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস। একইভাবে সহযোদ্ধার বেশে সার্বক্ষণিক সঙ্গী হয়ে পাশে আছেন উত্তরের আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হকের স্ত্রী রুবানা হক। এ ছাড়া একটু দেরিতে হলেও স্বামীর পক্ষে ভোট চাইতে মাঠে নেমেছেন সাঈদ খোকনের স্ত্রী ফারহানা সাঈদ। অন্যদিকে উত্তরের বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের স্ত্রী সওসার ইস্কান্দার আউয়াল বাস প্রতীকে ভোট চেয়ে নগরীতে প্রচারণা করছেন। সরেজমিন দেখা যায়, ভোটাররা অনেক সময় প্রার্থীর তুলনায় প্রার্থীর স্ত্রীর আহ্বানেই বেশি সাড়া দেন। ভোট দেওয়ার অঙ্গীকার করেন তারা। স্ত্রীরা মাঠে নামলে তাদের নির্বাচনী প্রচারণায় লোক সমাগম হয় প্রচুর। মামলার কারণে এখনো নির্বাচনী প্রচারে আসতে পারেননি মির্জা আব্বাস। কিন্তু শুরু থেকে স্ত্রী আফরোজা আব্বাস একাই স্বামীর পক্ষে জনসংযোগ করে যাচ্ছেন। ইশতেহার ঘোষণা থেকে শুরু করে নির্বাচনী মাঠে যা কিছু করতে হয় সবই করছেন তিনি। গতকালও তিনি রাজধানীর বকশীবাজার, লালবাগ, খাদেম লেন এলাকায় প্রচারণা চালিয়েছেন। স্বামীর পেছনে সমানতালে দৌড়াচ্ছেন আনিসুলের স্ত্রী রুবানা হক। দুই ছেলেমেয়েকে নিয়ে প্রচারণা, মিটিং-সিটিং সবখানেই দেখা যাচ্ছে তাকে। ভোটারদের দ্বারে দ্বারে নিজের স্বামীর পরিচয় দিয়ে টেবিল ঘড়ি প্রতীকে ভোট চাইছেন তিনি। অপরদিকে ৭ এপ্রিল থেকে নির্বাচনের মাঠে সক্রিয় হন দক্ষিণের আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন। তার সঙ্গে একটু দেরিতে হলেও গত রবিবার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে প্রচারণায় নামেন স্ত্রী ফারহানা সাঈদ। মাঠে নামার সঙ্গে সঙ্গেই ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছেন তিনি। গতকালও নাজিরাবাজার এলাকায় ইলিশ প্রতীকের পক্ষে প্রচারণা চালান তিনি। একইভাবে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন উত্তরের বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের স্ত্রী সওসার ইস্কান্দার আউয়াল। পাশাপাশি তাবিথের মা নাসরিন আউয়ালও গতকাল রাজধানীতে দিনভর ছেলের পক্ষে গণসংযোগ করছেন।

 

সর্বশেষ খবর