বুধবার, ২২ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

চট্টগ্রামে দুই মেয়র প্রার্থীর ব্যস্ততা

চট্টগ্রামে দুই মেয়র প্রার্থীর ব্যস্ততা

চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে গণসংযোগ করেন মেয়র প্রার্থী আ জ ম নাছির উদ্দিন ও মনজুর আলম

আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আ জ ম নাছির উদ্দিন বলেছেন, নগরের ভাসমান হকারদের পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা হবে না। গতকাল দিনভর গণসংযোগকালে প্রধান দুই প্রার্থী এসব কথা বলেন। অন্যদিকে, বিএনপি নেতৃত্বাধীন ২০- দলীয় জোট সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের মেয়র প্রার্থী মোহাম্মদ মনজুর আলম বলেছেন, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ওপর যেখানে হামলা হয়, সেখানে আমরা নিরাপদ নই। চসিক নির্বাচনে নাগরিক কমিটির প্রার্থী আ জ ম নাছির উদ্দিন বলেছেন, নগরের ভাসমান হকারদের সমস্যা দীর্ঘদিনের। অতীতে বিভিন্ন জন এসব সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে নির্বাচিত হলে পরে তা ভুলে যান। তাই হকারদের সমস্যা থেকেই যায়। অতীতে আপনাদের দুই সময়ে পাশে ছিলাম, আগামীতেও থাকব। নির্বাচিত হলে পুনর্বাসন ছাড়া কাউকে উচ্ছেদ করা হবে না। যদি উচ্ছেদ করতেই হয় হকার নেতাদের সঙ্গে আলাপ-আলোচনা করে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। গতকাল সকাল সাড়ে ১০টায় তিনি বাসা থেকে হেঁটেই প্রথমে গণসংযোগ করেন নিজ ওয়ার্ড আন্দরকিল্লা। এ সময় তিনি কখনো হেঁটে, রিকশায় ছড়ে বিভিন্ন অলি-গলিতে ভোট প্রার্থনা করেন ভোটারদের কাছে। অন্যদিকে, বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মনজুর আলম বলেন, যেখানে দলীয় চেয়ারপার্সন খালেদা জিয়ার ওপর হামলা হয় সেখানে একজন প্রার্থী হিসাবে আমি কী করে নিরাপদ থাকতে পারি? সরকার একদিকে সুষ্ঠু নির্বাচনের কথা বলছে অপরদিকে বিরোধী দলের প্রার্থীর প্রচারণায় সরকারি দলের লোকজন হামলা চালাচ্ছে। গতকাল নগরীর বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগকালে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন। গণসংযোগকালে মনজুর আলম বলেন, গত সাড়ে চার বছরে নগরে ব্যাপক উন্নয়ন কাজ করেছি। ফলে আগামী নির্বাচনে আমরা চাই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হোক। যাতে করে জনগণ নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। মীর মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, বিএনপির জনপ্রিয়তা দেখে সরকারের মাথা খারাপ হয়ে গেছে। তাই তারা ঢাকায় বেগম জিয়ার গাড়িবহরে হামলা চালিয়েছে। সরকারের এসব জুলুম নির্যাতনের জবাব ব্যালটে দেবে জনগণ।

 

সর্বশেষ খবর