বুধবার, ২২ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

বাসযোগ্য ঢাকা গড়তে চান ক্বাফী, ফিরোজ

বাসযোগ্য ঢাকা গড়তে চান ক্বাফী, ফিরোজ

অচল ঢাকা সচল করে বাসযোগ্য ঢাকা নগরী গড়তে চান বামপন্থি দুই মেয়র প্রার্থী উত্তরে আবদুল্লাহ আল ক্বাফী ও দক্ষিণে বজলুর রশিদ ফিরোজ। প্রতিদিন নগরের অলিগলি মানুষের দ্বারে ভোট প্রার্থনা করে তারা প্রচারণা চালাচ্ছেন। সিপিবি-বাসদ সমর্থিত এই দুই প্রার্থীও ঢাকা নগরকে বাসযোগ্য করতে নানা প্রতিশ্রুতি দিয়ে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন। দুই প্রার্থী প্রতিশ্রুতি দিচ্ছেন সবুজ নগর গড়ে তোলার। তারা বলছেন, গণবিরোধী রাজনীতির পক্ষের প্রার্থীদের প্রত্যাখ্যান করতে হবে। আদর্শগত কারণে বামপন্থিরাই কেবল পারে ঢাকাবাসীকে নতুন সিটি, নতুন দিন উপহার দিতে। নির্বাচিত হলে বঞ্চিত মানুষের প্রতিনিধি হিসেবে কাজ করে যাব। দ্বি-দলীয় মেরুকরণের বাইরে বাম-গণতান্ত্রিক বিকল্প গড়ে তুলতে হবে। বিকল্প শক্তিকে অগ্রসর করতে আসন্ন সিটি করপোরেশন নির্বাচন গুরুত্বপূর্ণ। নীতি ও নেতৃত্ব বদল করতে হবে। দক্ষিণ সিটির মেয়র প্রার্থী বজলুর রশিদ ফিরোজ প্রতিদিন পুরান ঢাকাসহ পাড়া-মহল্লায় প্রচারণায় অংশ নিচ্ছেন।

 

সর্বশেষ খবর