বুধবার, ২২ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা
অন্যদৃষ্টি

সম্পদের তালিকায় অস্ত্র

আগ্নেয়াস্ত্র অস্থাবর সম্পদ হিসেবে দেখিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হারুনুর রশিদ। নিজের নামে গাড়ী, বাড়ী, স্বর্ণের পাশাপাশি একটি পিস্তল ও একটি সর্টগান রয়েছে এই প্রার্থীর। আয়ের মূল উৎস ব্যবসা থেকে প্রতিবছর প্রায় ১১ লাখ টাকা আয় করেন তিনি।

নির্বাচন কমিশনে দাখিল করা হলফনায় হারুনুর রশিদ উল্লেখ করেছেন, নিজের নামে এনবিপি-৩২ মডেলের একটি পিস্তল ও একটি সর্টগান রয়েছে। যার মুল্য দেখিয়েছেন পিস্তল ৮০ হাজার টাকা ও সর্টগান ৫৭ হাজার টাকা। তার নিজের নামে তিনটি ফ্ল্যাট, ৭টি দোকান, তিনটি বাড়ী, স্ত্রীর নামে দুইটি বাড়ী, চারটি দোকান ও দুইটি ফ্ল্যাট রয়েছে।

তিনি ব্যবসা থেকে বছর ১১ লাখ টাকা আয় করলেও বাড়ি, দোকান ভাড়া থেকে তার স্ত্রী বছর মাত্র এক লাখ ৩৫ হাজার টাকা আয় করেন। প্রার্থী ভাড়া বাবদ কোন আয় করেন না বলেও হলফনামায় উল্লেখ করেছেন।

সর্বশেষ খবর