মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

বাংলাদেশে আলোচিত ব্যাংক ডাকাতি

দিনেদুপুরে ব্যাংক ডাকাতি

সম্প্রতি আশুলিয়ায় বাংলাদেশ কমার্স ব্যাংকের কাঠগড়া বাজার শাখায় ফিল্মিস্টাইলে ডাকাতির ঘটনা ঘটে। ভরদুপুরে কর্মচঞ্চল ওই এলাকায় সশস্ত্র ডাকাতদের বর্বরোচিত এ হামলায় ব্যাংকের ম্যানেজার, নিরাপত্তাকর্মী, ব্যবসায়ী, এলাকাবাসীসহ সাতজন নিহত হয়েছেন। পরে অবশ্য গণপিটুনিতে এক ডাকাত সদস্যের মৃত্যু হয়। বেলা আড়াইটার দিকে কাঠগড়া বাজার এলাকায় নজিমুদ্দিন সুপার মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত ব্যাংকে এ ঘটনা ঘটে। ডাকাতরা ব্যাংকের ম্যানেজার ওয়ালিউল্লাহসহ অন্য কর্মকর্তাদের গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে প্রায় আট লাখ টাকা লুট করে। এর মধ্যে ছয় লাখ টাকা, ডাকাতদের ব্যবহৃত একটি মোটরসাইকেল ও পাঁচটি অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতার করে চার ডাকাতকে।

দুঃসাহসিক ব্যাংক ডাকাতি

বগুড়ার আদমদীঘিতে 'কিশোরগঞ্জ স্টাইলে' সুড়ঙ্গ খুঁড়ে সোনালী ব্যাংক শাখায় দুঃসাহসিক ডাকাতি করা হয়। সঞ্চয়ের ৩২ লক্ষাধিক টাকা খোয়া যায়। ঘটনার আগের দিন ভোটের মনোনয়ন ও অন্যান্য সঞ্চয় গ্রহণের জন্য ব্যাংক খোলা রাখা হয়। বিকাল ৪টার দিকে কর্মকর্তারা সারা দিনের জমার টাকা ভল্টে রাখতে গিয়ে ডাকাতির ঘটনা টের পান। ব্যাংকের পেছনে একটা কাঠের গুদাম থেকে ডাকাতরা প্রায় ২০ ফুট সুড়ঙ্গ করে ব্যাংকের কাছে পৌঁছে। এরপর গ্যাস কাটার দিয়ে ভল্টের দরজা খুলে তারা ভল্ট থেকে সঞ্চয়ের ৩২ লাখ ৫১ হাজার ৫০০ টাকা নিয়ে গেছে। ফেলে গেছে একটি গ্যাস কাটার। আদমদীঘি বাসস্ট্যান্ড এলাকায় সোনালী ব্যাংকের অফিসের পাশের একটি ফার্নিচারের দোকান থেকে সুড়ঙ্গ তৈরি করে টাকা লুটের এ ঘটনা ঘটে।

 

 

সর্বশেষ খবর