বুধবার, ১৭ জুন, ২০১৫ ০০:০০ টা

স্বপ্নারা খাতুন

ব্রিটেনে প্রথম বাংলাদেশি বিচারক

স্বপ্নারা খাতুন

ব্রিটেনের সার্কিট জাজ হিসেবে নিয়োগ পেয়ে সর্বত্র প্রশংসা কুড়ান বাংলাদেশি বংশোদ্ভূত সিলেটের স্বপ্নারা খাতুন। ব্রিটেনে বিচারক পদে তিনিই প্রথম কোনো বাংলাদেশি নিয়োগ পেলেন। স্থানীয় সংসদ সদস্য ক্রিস গ্রেলিংগ-লর্ড চ্যান্সেলরের সুপারিশের ভিত্তিতে রানী দ্বিতীয় এলিজাবেথ ব্যারিস্টার স্বপ্নারা খাতুনকে ব্রিটেনের সার্কিট জাজ হিসেবে নিয়োগ দেন। ব্যারিস্টার স্বপ্নারা খাতুন সিলেটের বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউনিয়নের মোল্লাগ্রামের নিম্বর আলীর কন্যা। তিনি পারিবারিকভাবে দীর্ঘদিন ব্রিটেনে বসবাস করছেন। শিক্ষাজীবনে অধ্যয়ন শেষে স্বপ্নারা খাতুন সাউথ ইস্টার্ন সার্কিট বেইসড এর লন্ডন ফ্যামিলি কোর্টে জাজ হিসেবে কাজ করেন। সার্কিট জাজ পদবি ব্রিটেনে ডিস্ট্রিক্ট জাজের উপরে এবং আগামীতে পদোন্নতি পেলে ব্রিটেনের হাইকোর্টের জাজ হওয়ার সম্ভাবনাও রয়েছে তার। স্বপ্নারা খাতুন উচ্চ পর্যায়ে অবদান রেখে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন। এ ছাড়া যুক্তরাজ্য প্রবাসী ১০০ প্রভাবশালী বাংলাদেশির নতুন তালিকায় উঠে এসেছেন তিনি। ব্রিটেনের সার্কিট জাজ হিসেবে নিয়োগ পাওয়া প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিক স্বপ্নারা খাতুনকে ঘোষণা করা হয়েছে বছরের সেরা ব্যক্তিত্ব হিসেবে। লন্ডনের ক্যানারি হোয়ার্ফে এক অনুষ্ঠানে 'ব্রিটিশ বাংলাদেশি পাওয়ার অ্যান্ড ইন্সপিরেশন ২০১৫' নামের এ তালিকা প্রকাশ করে 'বিবি পাওয়ার ১০০' উপদেষ্টা কমিটি। বরাবরের মতো এবারও ২০ ক্যাটাগরিতে ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় রয়েছেন তিনি।

 

সর্বশেষ খবর