বুধবার, ১৭ জুন, ২০১৫ ০০:০০ টা

রুশনারা আলি

প্রথম বাংলাদেশি ব্রিটিশ এমপি

রুশনারা আলি

রুশনারা আলি যুক্তরাজ্যের হাউস অব কমন্সে নির্বাচিত প্রথম বাংলাদেশি। ১৯৭৫ সালে সিলেট জেলার বিশ্বনাথ গ্রামে তার জন্ম। তিনি ৭ বছর বয়সে পরিবারের সঙ্গে ইংল্যান্ডের পূর্ব লন্ডনে অভিবাসিত হন। সেখানে তিনি মালবেরি স্কুলস অব গার্লস ও টাওয়ার হ্যামলেট কলেজে পড়াশোনা করেন। টাওয়ার হ্যামলেটে বেড়ে ওঠার সময় তার বাবা হাতের কাজ করতেন। অঙ্ফোর্ড বিশ্ববিদ্যালয়ের সেন্ট জনস কলেজে তিনি দর্শন, রাজনীতি ও অর্থনীতি বিষয়ে পড়াশোনা করেন। এরপর তিনি ধীরে ধীরে স্থানীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়ে পড়েন। ২০০৭ সালের এপ্রিলে লেবার পার্টির পক্ষ থেকে নির্বাচনে অংশ নেওয়ার জন্য বেথনাল গ্রিন অ্যান্ড বাউ এলাকার জন্য নির্বাচিত হন, ৬ মে ২০১০ সালে তিনি ১১ হাজার ৫৭৪ ভোট বেশি পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি হাউস অব কমন্সে নির্বাচিত প্রথম বাংলাদেশি ও ২০১০ সালে নির্বাচিত প্রথম তিনজন মুসলিম মহিলা এমপির অন্যতম। পরবর্তীতে যুক্তরাজ্যের ৫৬তম সাধারণ নির্বাচনেও তিনি বাজিমাত করেন। তিনিই প্রথম কোনো বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে দ্বিতীয়বারের মতো ব্রিটেনের এমপি নির্বাচিত হন। প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত বেথনাল গ্রিন অ্যান্ড বো আসন থেকে লেবার পার্টির প্রার্থী রুশনারা আলি ৩২ হাজার ৮৮৭ ভোট পান। তার পক্ষে ভোট পড়েছে ৬১ শতাংশ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির ম্যাথিউ স্মিথ পেয়েছেন ৮ হাজার ৭০ ভোট। রুশনারা আলি ২৪ হাজার ৮১৭ ভোটের ব্যবধানে নির্বাচিত হন।

 

সর্বশেষ খবর