বুধবার, ১৭ জুন, ২০১৫ ০০:০০ টা

টিউলিপ রেজওয়ানা সিদ্দিক

ব্রিটিশ এমপি

টিউলিপ রেজওয়ানা সিদ্দিক

যুক্তরাজ্যের নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের বিজয়ের সুখবরে মুখর ছিল বিশ্ব মিডিয়ায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও শেখ রেহানার মেয়ে টিউলিপ রেজওয়ানা সিদ্দিক লেবার পার্টি থেকে লন্ডনের হ্যামস্টেড অ্যান্ড কিলবার্ন আসনে এক হাজার ১৩৮ ভোটের ব্যবধানে জয় লাভ করেন। ৩২ বছর বয়সী টিউলিপ ভোট পেয়েছেন ২৩ হাজার ৯৭৭টি (৪৪ শতাংশ), আর কনজারভেটিভ দলের প্রার্থী সাইমন মার্কাস পেয়েছেন ২২ হাজার ৮৩৯টি (৪২ শতাংশ) ভোট। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক মাত্র ১৬ বছর বয়সে লেবার পার্টিতে যোগ দেন। তিনি রিজেন্ট পার্কের সাবেক কাউন্সিলর। ২০১০ সালে ক্যামডেন কাউন্সিলের প্রথম বাঙালি নারী কাউন্সিলরের দায়িত্ব পালন করেন। ২০১১ সালে তিনি এই এলাকার কিংস কলেজ লন্ডন থেকে এমএ ডিগ্রি অর্জন করেন। ব্রিটেনের সাধারণ নির্বাচনে লন্ডনে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ১০টি আসনের শীর্ষে ছিল হ্যামস্টেড অ্যান্ড কিলবার্ন। এ আসনে লেবার দলের অস্কারজয়ী অভিনেত্রী গ্লেন্ডা জ্যাকসন ১৯৯২ থেকে ২০১৫ সাল পর্যন্ত টানা ২৩ বছর এমপি ছিলেন। ২০১০-এর নির্বাচনে মাত্র ৪২ ভোটের ব্যবধানে জিতেছিলেন তিনি। ৭৮ বছর বয়সী গ্লেন্ডা জ্যাকসন অবসরের ঘোষণা দেওয়ার পর এই আসনে টিউলিপকে লেবার পার্টি থেকে মনোনয়ন দেওয়া হয়। টিউলিপ ১৫ বছর বয়স থেকে হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্নে বসবাস করছেন। এ এলাকার স্কুলেই পড়েছেন তিনি। কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

 

সর্বশেষ খবর