বুধবার, ১৭ জুন, ২০১৫ ০০:০০ টা

ড. রূপা হক

ব্রিটিশ এমপি

ড. রূপা হক

কিংস্টন ইউনিভার্সিটির সমাজবিজ্ঞান বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক রূপা হক ইংরেজি লেখক ও কলামিস্ট হিসেবেও পরিচিত। তিনি ইলিংয়র লন্ডন বরোর ডেপুটি মেয়র পদে দায়িত্ব পালন করেন। যুক্তরাজ্যে এ বছর অনুষ্ঠিত নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে মাত্র ২৭৪ ভোটের ব্যবধানে জয় পেয়ে বাংলাদেশি বংশোদ্ভূত রূপা হক বাজিমাত করেছেন। ৪৩ বছর বয়সী রূপা ব্রিটিশ পার্লামেন্টে লন্ডনের ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন আসন থেকে এমপি পদে নির্বাচিত হলেন। লেবার পার্টির প্রার্থী রূপা পেয়েছেন ২২ হাজার দুই ভোট। আর ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির প্রার্থী এনজি ব্রে পেয়েছেন ২১ হাজার ৭২৮ ভোট। বাংলাদেশি বংশোদ্ভূত রূপা হকের শহর বাংলাদেশের পাবনায়। বিদেশে রূপার এই বিজয় অর্জনের খবরে আবেগাপ্লুত তার আত্দীয়-পরিজন। পাবনাবাসীর কাছে এটা শুধু জেলা নয় দেশের গৌরব হিসেবে বিবেচিত হচ্ছে। রূপা হকের পিতা মনছের আলী ও মা দুলালী হক ১৯৭০ সালে চলে যান ব্রিটেনে। সেখানেই ১৯৭২ সালে জন্ম হয় রূপার। পাবনার এই রূপা হক ব্রিটেনের পার্লামেন্ট নির্বাচনে বিজয়ী হবেন কে জানত। এবারের সাধারণ নির্বাচনে লন্ডনে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ১০টি আসনের মধ্যে দ্বিতীয় অবস্থানে ছিল রূপার আসনটি। এ কারণে এ আসনের প্রতি গণমাধ্যমসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের দৃষ্টি ছিল ভিন্ন, সংশ্লিষ্ট প্রার্থীদের চ্যালেঞ্জও ছিল অন্য রকম। ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটনে গতবার তিন হাজার ৭১৬ ভোটের ব্যবধানে জয়ী হন কনজারভেটিভ পার্টির প্রার্থী এঞ্জি ব্রে। কিন্তু এবার রূপা হকের ওপর আস্থা রাখেন ভোটাররা।

 

সর্বশেষ খবর