বুধবার, ১৭ জুন, ২০১৫ ০০:০০ টা

সালমান খান

খান একাডেমির প্রতিষ্ঠাতা

সালমান খান

সালমান খান একজন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন প্রকৌশলী এবং 'খান একাডেমি'র প্রতিষ্ঠাতা। এই শিক্ষাবিদ প্রাতিষ্ঠানিক বিষয়, বিশেষত গণিত ও বিজ্ঞানের ওপর ৩ হাজারের বেশি ভিডিও তৈরি করেছেন। ২০১২ সালের জুলাই পর্যন্ত ইউটিউবে খান একাডেমির চ্যানেলটি ৩৫৫০০০ এর অধিক গ্রাহককে আকৃষ্ট করেছে। ২০১২ সালে মার্কিন পত্রিকা টাইম-এর জরিপে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ ব্যক্তির বার্ষিক তালিকায় তিনি রয়েছেন। পেশায় শিক্ষক এই তরুণের সাফল্যের পেছনের গল্পটাও খুব সাধারণ। নিজের বাড়িতে একটি ছোট্ট অফিসে বসেই শিক্ষার বিভিন্ন জটিল বিষয় খুব সহজবোধ্য করে ভিডিওর মাধ্যমে তুলে ধরেন সালমান খান। বিশেষ করে গণিত ও বিজ্ঞানের বিভিন্ন জটিল বিষয়কে তিনি সহজ করে পৌঁছে দেন শিক্ষার্থীসহ সাধারণের কাছে। প্রাতিষ্ঠানিক বিভিন্ন বিষয়ে তিন হাজারেরও বেশি ভিডিওচিত্র নির্মাণ করেছেন তিনি। ইউটিউবে খান একাডেমি চ্যানেল চালু করার পর বহু শিক্ষার্থী তার সাইটে লগইন হয়েছেন। বর্তমানে তার একাডেমির গ্রাহক সংখ্যা তিন লাখেরও বেশি। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ম্যাগাজিন টাইম ম্যাগাজিন নির্বাচিত বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির মধ্যে স্থান করে নিয়েছেন সালমান খান। ২০০৬ সালে সালমান কিছু টিউটোরিয়াল ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করে দিলেন। খুব অল্প সময়ের মধ্যেই দারুণ জনপ্রিয় হয়ে উঠল ভিডিওগুলো। পরে ২০০৯ সালে সবকিছু ছেড়ে পরিপূর্ণভাবে আত্দনিয়োগ করে শুরু করেন 'খান একাডেমি'।

 

সর্বশেষ খবর