বুধবার, ১৭ জুন, ২০১৫ ০০:০০ টা

জামাল উদ্দীন

সোলার প্যানেল উদ্ভাবক

জামাল উদ্দীন

উন্নতমানের সোলার প্যানেল উদ্ভাবনীতে বাংলাদেশি তরুণ জামাল উদ্দীনের সাফল্য বিশ্বের প্রধান মিডিয়াগুলোতে গুরুত্বের সঙ্গে এসেছে।

সূর্যের আলোকে বিদ্যুৎশক্তিতে রূপান্তর করা এই সোলার প্যানেলের ক্ষমতা আরও বাড়ানোর কাজে তার অবদান অনস্বীকার্য। এই সোলার প্যানেল আধুনিকায়নের কাজের সাফল্যের পরিপ্রেক্ষিতে ২০১১ সালে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের 'ইনভেন্টর অব দ্য ইয়ার' (বর্ষসেরা উদ্ভাবক) পুরস্কার পেয়েছেন তিনি। সবচেয়ে কার্যকর সৌরকোষ বা সোলার সেল উদ্ভাবনের জন্য এ পুরস্কার পান তিনি। জামাল উদ্দীন মূলত অসংখ্য সৌরকোষের সমন্বয়ে একটি সোলার প্যানেল তৈরি করতে সমর্থ হন। তার নেতৃত্বে একটি তরুণ গবেষক দল বিশ্বের সবচেয়ে বেশি কার্যকর সোলার সেল উদ্ভাবন করে। সৌরকোষের কার্যক্ষমতাকে তারা ৪৪ দশমিক ৭-এ উন্নীত করেছে। বিখ্যাত বোয়িং কোম্পানির স্পেকট্রোল্যাব ২০০৯ সালে কার্যকারিতা তুলেছিল ৪১ দশমিক ৬-এ। ২০১০ সালেই জামাল উদ্দীন ও তার দল এ রেকর্ড ভেঙে কার্যকারিতা ৪৩ দশমিক ৪ শতাংশে তোলেন। কপিন স্টেট ইউনিভার্সিটির গবেষণাগারে সহকর্মীদের সঙ্গে বিজ্ঞানী জামাল উদ্দীন যেসব গ্রামে এখনো বিদ্যুৎ পৌঁছেনি, সেখানে সৌরবিদ্যুৎই ভরসা। সূর্যের আলোকে বিদ্যুৎশক্তিতে রূপান্তর করে সোলার প্যানেল। এই সোলার প্যানেলের ক্ষমতা আরও বাড়ানোর জন্য বিশ্বজুড়ে যেসব গবেষক খেটে চলেছেন, তাদেরই একজন বাংলাদেশি বিজ্ঞানী জামাল উদ্দীন এখন বিশ্বজুড়ে বাংলাদেশের পতাকা তুলে ধরেছেন।

 

সর্বশেষ খবর