বৃহস্পতিবার, ২ জুলাই, ২০১৫ ০০:০০ টা
এবসালোম জোনস

দাস থেকে পাদ্রি

দাস থেকে পাদ্রি

দাস পিতা-মাতার সন্তান হিসেবে পড়াশোনার সুবিধা ভাগ্যে জোটেনি এবসালোমের। ১৭৪৬ সালে ডেলোয়ারের সাসেঙ্ রাজ্যে জন্ম নেন তিনি। আর সেখান থেকেই পড়াশোনার প্রতি এক প্রচণ্ড রকম আকর্ষণ বোধ করেন এবসালোম। মনিবের সাক্ষাৎপ্রার্থীদের কাছ থেকে পাওয়া খুচরা জমানো টাকা দিয়ে বই কিনতেন তিনি। নিজের উদ্যোগেই এভাবে একা একাই বই পড়তেও শিখে যান একসময় এবসালোম। ১৭৭০ সালে আরেক দাস মেরি থমাসকে বিয়ে করেন তিনি এবং সে বছরেই স্ত্রীর মুক্তি কিনে নেন। পরবর্তীতে ১৭৮৪ সালে নিজের মুক্তিও কিনে নেন এবসালোম।

ফিলাডেলফিয়ার সেইন্ট জর্জ মেথোডিস্ট এপিসকোপাল চার্চের কর্মী সদস্য ছিলেন জন আর তার কাছের বন্ধু রিচার্ড অ্যালেন। সে সময় হঠাৎ করেই কালো মানুষদের সংখ্যা অনেক বেশি বেড়ে যায়। ফলে চার্চের সাদা চামড়ার মানুষেরা ১৭৮৬ সালের নভেম্বরের এক রবিবারে কালোদের বিচ্ছিন্ন করে দেওয়ার চেষ্টা চালায়। পরবর্তীতে আমেরিকায় প্রথম কালো চামড়ার পাদ্রি হিসেবে সেইন্ট থমাস আফ্রিকান এপিসকোপাল চার্চে যোগদান করেন জোনস। যা তাকে এখনো সবার কাছে অবিস্মরণীয় করে রেখেছে।

 

সর্বশেষ খবর