বৃহস্পতিবার, ২ জুলাই, ২০১৫ ০০:০০ টা
লুসি টেরি

ইতিহাসে এখনো অমর \\\'দ্য বারস ফাইট\\\'

ইতিহাসে এখনো অমর \\\'দ্য বারস ফাইট\\\'

খুব ছোটবেলায় আফ্রিকা থেকে অপহরণ করা হয় লুসিকে। সেখান থেকে ম্যাসাচুসেটসে নিয়ে যাওয়া হয় তাকে। আর সেখানেই দাস হিসেবে তাকে কিনে নেন ডেরাফিল্ডের ছোট্ট এক শহরে বাস করা এবেনেজার ওয়েলস। কেবল দাস নয়, নিজের পরিবারের অংশ হিসেবে মেনে নেন ওয়েলস। পাঁচ বছর বয়সে ব্যাপটাইজড পর্যন্ত করে ফেলেন তিনি লুসিকে। সবটা ঠিকঠাকই চলছিল। ওয়েলস পরিবারকে নিজের সেবা দিচ্ছিলেন লুসি। তবে ১৭৪৬ সালে একটা ঘটনায় অনেকটা বদলে যায় জীবন সম্পর্কে তার চিন্তা-চেতনা। সে সময় ডেরফিল্ডে আক্রমণ করে বসে নিকটস্থ আবেনাকি গোত্র। ২১ বছরের লুসি সেসময় দ্য বারস ফাইট নামক একটি কবিতা লেখেন। যদিও ১৮১৯ সালের আগ অব্দি এটি অপ্রকাশিতই রয়ে যায়, এখনো পর্যন্ত ওই আক্রমণের কথা উঠলেই কবিতাটির কথা চলে আসে।

১৭৫৬ সাল পর্যন্ত দাস হিসেবেই কাজ করে যান লুসি। সে সময় তার দেখা হয় মুক্ত মানুষ আবিজাহ প্রিন্সের সঙ্গে। তাকে বিয়ে করার কিছুদিন বাদে নিজের ও স্বামীর চেষ্টা মুক্ত হয়ে যান তিনি। মুক্তি পাওয়ার পর প্রিন্স পরিবার ভারমটে চলে যায়। আর সেখানেই ছয় সন্তানের জন্ম দেন লুসি। পাশাপাশি নিজের গোত্রেও বেশ বলিষ্ঠ কণ্ঠ রাখেন তিনি। লুসি মারা যাওয়ার পর ভারমোট গ্যাজেটে লুসির সংক্ষিপ্ত জীবনী প্রকাশিত হয়। শুধু এখানেই না, ম্যাসাচুসেটসেও তাকে সম্মান জানিয়ে জীবনী প্রকাশ করা হয়।

 

সর্বশেষ খবর