শিরোনাম
বুধবার, ২৯ জুলাই, ২০১৫ ০০:০০ টা

যেভাবে তুমি একদিন আকাশে উড়বে

বাংলাদেশি তরুণদের শোনানো আবদুল কালামের সেই গল্প

যেভাবে তুমি একদিন আকাশে উড়বে

২০১৪ সালে সর্বশেষ বাংলাদেশে এসেছিলেন ভারতের সাবেক রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালাম। এ সময় তিনি চমৎকার একটি ভাষণ দিয়েছিলেন। বাংলাদেশি তরুণদের অনুপ্রাণিত করে তিনি শোনান আশার বাণী। সাফল্যের মন্ত্র বলতে গিয়ে শোনান একটি গল্প। সেই গল্পটিই তুলে দেওয়া হল এখানে-

তোমাদের যখন পেলামই তখন আমার জীবনের অভিজ্ঞতা দিয়ে মূলত চারটি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি আমি আজ আলোকপাত করব। সেগুলো হলো : জীবনের লক্ষ্য নির্ধারণ, জ্ঞান আহরণ, অনেক বড় সমস্যায় পড়লেও লক্ষ্য থেকে সরে না আসা এবং কোনো কাজে সাফল্য ও ব্যর্থতা দুটোকেই নেতৃত্বগুণে সামাল দিতে পারা। প্রথমেই তোমাদের আমার একটা ছোট্ট গল্প শোনাতে চাই। প্রাথমিক বিদ্যালয়ে পড়ার সময় আমার এক স্কুলশিক্ষক ছিলেন শিব সুব্রমনিয়াম আয়ার, যাকে দেখলে 'জ্ঞানের বিশুদ্ধতা' কথাটার মানে বোঝা যায়। সেই শিক্ষক একদিন একটি পাখির ছবি এঁকেছিলেন। অনেকক্ষণ ধরে শিখিয়েছিলেন পাখি কীভাবে আকাশে ওড়ে। বলেছিলেন, কালাম কখনো কি উড়তে পারবে এই পাখির মতো? সেই থেকে আমার আকাশে ওড়ার স্বপ্নের শুরু। ঠিক উড়তে গেলে কী করতে হবে সেটা আমি বলব না। সেটা তোমরা নিজেরাই ঠিক করে নেবে। তবে আমি তোমাদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে পারি। কথাগুলো তোমরা আমার সঙ্গে বল, 'সব সময় জীবনের অনেক বড় লক্ষ্য রাখব। মনে রাখব ছোট লক্ষ্য অপরাধের সমান। আমি অব্যাহতভাবে জ্ঞান আহরণ করে যাব। সমস্যা সমাধানের অধিনায়ক হব। সমস্যার সমাধান করব। সমস্যাকে কখনো আমার ওপর চেপে বসতে দেব না। যত কঠিন সময়ই আসুক না কেন কখনোই হাল ছেড়ে দেবে না। এভাবেই আমি একদিন উড়ব।

 

 

সর্বশেষ খবর