রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৫ ০০:০০ টা

বিশ্বের প্রভাবশালী নারী ব্যবসায়ী

নিজস্ব প্রতিবেদক

বিশ্বের প্রভাবশালী নারী ব্যবসায়ী

শেরিল সেন্ডবার্গ বিখ্যাত ফোর্বস ম্যাগাজিনের মতে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী নারী ব্যবসায়ী শেরিল সেন্ডবার্গ। জনপ্রিয় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের প্রধান অপারেটিং অফিসার তিনি। ফেসবুকে তার চার বছরের সাফল্যের হিসাব কষতে গেলে সহজেই অনুমেয় কেন তিনি বিশ্বসেরা নারী ব্যবসায়ীদের কাতারে শীর্ষে আছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কাজ করছেন। ২০১২ সালের জুনে তিনি ফেসবুক কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্য নির্বাচিত হন। যুক্তরাষ্ট্রের তথ্যপ্রযুক্তি ব্যবসায়ী সেন্ডবার্গ ১৯৬৯ সালের ২৮ আগস্ট জন্মগ্রহণ করেন। তার বয়স যখন ২ বছর তখন তার বাবা-মা নর্থ মিয়ামি বিচ থেকে ওয়াশিংটনে চলে আসেন। তিনি ২৫ বছর বয়সে বিশ্বের খ্যাতনামা হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা নেন। এর আগে তিনি সার্চ ইঞ্জিন গুগলের 'গ্লোবাল অনলাইন সেলস'-এর ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। গুগলে চাকরি নেওয়ার আগে সেন্ডবার্গ যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রীর চিফ অব স্টাফ হিসেবে কাজ করেছেন। মার্ক জুকারবার্গই তাকে গুগল থেকে ফেসবুকে নিয়ে আসেন। 'ওম্যান ইন টেকনোলজি, ইন্টারন্যাশনাল' বিশ্বপ্রযুক্তিতে শীর্ষ ১০ ক্ষমতাবান নারীর তালিকায় উঠে আসেন তিনি। ২০১৪ সালে শেরিলের সম্পদের পরিমাণ দাঁড়ায় প্রায় এক বিলিয়ন মার্কিন ডলার।

সর্বশেষ খবর