শিরোনাম
মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

কুমিল্লা নগরীর আয়তন বাড়ানো পরিকল্পনাতেই সীমাবদ্ধ

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা

তিন বছর আগে পরিকল্পনা করা হলেও বাড়েনি কুমিল্লা নগরীর আয়তন। এতে মানুষ নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। কর থেকে বঞ্চিত হচ্ছে সিটি করপোরেশন। ২০১২ সালের জুনে কুমিল্লা সিটি করপোরেশনের মাস্টারপ্ল্যান নিয়ে এক মতবিনিময় সভায় জানানো হয়, কুমিল্লা সিটির আয়তন বাড়িয়ে ১৫০ বর্গকিলোমিটার করা হবে।

 

 

যা বর্তমান আয়তনের তিন গুণ হবে। কিন্তু দীর্ঘদিনেও সে পরিকল্পনা বাস্তবের মুখ দেখেনি। মাস্টারপ্ল্যান অনুযায়ী, সিটি করপোরেশনের বর্তমান এলাকা ৫৩.০৪ বর্গকিলোমিটারের সঙ্গে ও তার পার্শ^বর্তী ৯৬.৯৬ বর্গকিলোমিটার প্রস্তাবিত এলাকা নির্দিষ্ট করা হয়েছে। প্রস্তাবিত এলাকা বর্তমান এলাকার সঙ্গে সংযুক্ত হলে কুমিল্লা সিটি করপোরেশন এলাকার মোট আয়তন হবে ১৫০ বর্গকিলোমিটার। ২০১১ সালের ১০ জুলাই কুমিল্লা পৌরসভার ১৮টি ওয়ার্ড এবং পাশের কুমিল্লা সদর দক্ষিণ পৌরসভার ৯টি ওয়ার্ড নিয়ে কুমিল্লা সিটি করপোরেশন গঠিত হয়। সূত্রমতে, নগরীর গুরুত্বপূর্ণ অনেক স্থাপনা ও এলাকা সিটি করপোরেশনের বাইরে রয়েছে। সেগুলো হচ্ছে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ডিগ্রি শাখা, শাসনগাছা বাস টার্মিনাল, রেলস্টেশন, কুমিল্লা মেডিকেল হাসপাতাল ও চান্দপুর এলাকা। সাংবাদিক সাইয়িদ মাহমুদ পারভেজ বলেন, কুমিল্লা সদর উপজেলার উত্তর ও দক্ষিণ দুর্গাপুর ইউনিয়নের অনেক এলাকা সিটি করপোরেশনের আওতায় আনা উচিত। কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু বলেন, কুমিল্লা সিটি করপোরেশন আরও দ্বিগুণ আয়তন বাড়ানোর বিষয়ে মন্ত্রণালয়ে আবেদন জানানো হয়েছে।

সর্বশেষ খবর