বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা
রুপার্ট মারডক

মিডিয়া মোগল

তানভীর আহমেদ

মিডিয়া মোগল

সর্বশেষ ধাক্কা খেয়েছেন ২০১১ সালের জুলাইয়ে ফোন হ্যাকিং কেলেঙ্কারির দায়ে। ইংরেজি ভাষার সবচেয়ে বেশি বিক্রীত ব্রিটিশ সাপ্তাহিক ট্যাবলয়েড নিউজ অব দ্য ওয়ার্ল্ডের প্রকাশনা বন্ধ হয়ে যায়। এখন আনুষ্ঠানিকভাবে দুই ভাগ হয়ে গেছে রুপার্ট মারডকের মিডিয়া সাম্রাজ্য নিউজ করপোরেশন। কোম্পানিটির বিনোদন ও প্রকাশনা বিভাগ দুটি এখন আলাদা কোম্পানি হিসেবে যাত্রা শুরু করেছে। বিনোদন বিভাগে অন্তর্ভুক্ত রয়েছে একটি হলিউড স্টুডিও এবং ফক্স ব্র্যান্ডের টিভি চ্যানেলগুলো। ‘২১ সেঞ্চুরি ফক্স’ নামে চলছে এটি। অন্যদিকে প্রকাশনা বিভাগে অন্তর্ভুক্ত রয়েছে দ্য সান, টাইমস, ওয়াল স্ট্রিট জার্নাল, নিউইয়র্ক পোস্ট। এগুলো চলছে নিউজ করপোরেশন নামেই।

রুপার্ট মারডক। অস্ট্রেলিয়ান-আমেরিকান মারডক একজন মিডিয়া ব্যবসায়ী। তার প্রকাশিত খবরেই নড়ে ওঠে গোটা বিশ্ব। কয়েকটি দেশে তার প্রচ্ছন্ন রাজনৈতিক চালে সরকার বদল হয়, যুদ্ধ বাধে। সে কারণেই রুপার্ট মারডক মিডিয়া সাম্রাজ্যের বাদশাহ। দৈনিক পত্রিকা, ট্যাবলয়েড, ম্যাগাজিন থেকে শুরু করে টিভি চ্যানেল, চলচ্চিত্র, বই প্রকাশনা, শেয়ার ব্যবসা কোথায় নেই তিনি? মিডিয়া বাণিজ্যে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া তার দখলে। আমেরিকা, ইউরোপ ও এশিয়ার শীর্ষস্থানীয় টিভি চ্যানেল, সংবাদপত্রের মালিকানাও তার। ‘নিউজ করপোরেশন’-এর মালিক তিনি। কয়েকশ পত্রিকা ও টিভি চ্যানেল রয়েছে তার। বর্তমানে নিউজ করপোরেশনের এক্সিকিউটিভ চেয়ারম্যান ও টুয়েন্টটি ওয়ান সেঞ্চুরি ফক্সের এক্সিকিউটিভ কো-চেয়ারম্যানের দায়িত্বে থাকা ৮৪ বছর বয়সী এই মিডিয়া মোগলকে নিয়ে আজকের রকমারি-

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর