বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

বিবাহ বিচ্ছেদ কাণ্ড

বিবাহ বিচ্ছেদ কাণ্ড

ধনী ক্ষমতাবানদের নিয়ে বাজারে মুখরোচক খবরের অভাব হয় না। ব্যক্তি জীবনে বারবার নারী কেলেঙ্কারির সঙ্গে জড়িয়েছে মারডকের নাম। কিন্তু বৃদ্ধ বয়সের এসে নিজের তৃতীয় স্ত্রীকে ডিভোর্স দিয়ে অনলাইন মিডিয়াগুলোর জন্য যেন চটকদার খবরের জোগান দেন তিনি। খবর চাউর হয়, রুপার্ট মারডকের স্ত্রী ওয়েনডির সঙ্গে ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের প্রেমের সম্পর্ক থাকার ইঙ্গিত দেওয়া হয়। তবে অবশেষে  ব্লেয়ারের এক মুখপাত্র জানান, আপনি যদি প্রশ্ন করেন, তাদের মাঝে কোনো পরকীয়ার সম্পর্ক আছে কিনা? তাহলে এর উত্তর হচ্ছে ‘না’। সাবেক প্রধানমন্ত্রী মারডকের ডিভোর্স নিয়ে খোলাখুলি কোনো মন্তব্য করবেন না। ৩৮ বছরের ছোট চীনা বংশোদ্ভূত ওয়েনডি ডেনের সঙ্গে ৮২ বছর বয়সী রুপার্ট মারডকের সঙ্গে প্রথম সাক্ষাৎ হয় ১৯৯৭ সালে। ১৯৯৯ সালে মারডকের দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের দুই সপ্তাহের মধ্যে তিনি ওয়েনডি ডেনকে বিয়ে করেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর