মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

প্রসারিত হচ্ছে কুমিল্লার শাসনগাছা ফ্লাইওভার

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা

প্রসারিত হচ্ছে কুমিল্লার শাসনগাছা ফ্লাইওভার

কুমিল্লার শাসনগাছায় নির্মাণাধীন ফ্লাইওভারটি বুড়িচং রোডের দিকে সম্প্রসারিত হচ্ছে। এ খবরে স্বস্তি বিরাজ করছে কুমিল্লার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলাবাসীর মধ্যে।

বুড়িচং রোডে ফ্লাইওভার নির্মিত হলে বুড়িচং ও ব্রাহ্মণপাড়ার লাখো মানুষ যানজটের দুর্ভোগ থেকে বাঁচবে।

কুমিল্লা মহানগরীর শাসনগাছায় রেলক্রসিংয়ের যানজট নিরসনে ৫৯ কোটি টাকা ব্যয়ে একটি ফ্লাইওভার নির্মাণের কাজ চলছে। ৬৩১.২৯ মিটার দৈর্ঘ্যরে ফ্লাইওভারটির কাজ করছে প্রেক্টা ইঞ্জিনিয়ারিং কোম্পানি।

 

 

গত এপ্রিলে শুরু হওয়া নির্মাণ কাজ ২০১৬ সালের ডিসেম্বরে শেষ হবে। কাজ শুরুর পাঁচ মাস পর এর সঙ্গে বুড়িচং রোডকে সংযুক্ত করা হচ্ছে। সড়ক ও জনপদ (সওজ) অধিদফতরের সূত্র জানায়, ফ্লাইওভারটি বুড়িচংয়ের দিকে আরও ২০০ মিটার বাড়ানোর চিন্তা করা হচ্ছে। এতে ১৫ থেকে ২০ কোটি টাকা ব্যয় বাড়বে।

বুড়িচং সোনার বাংলা কলেজের অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ বলেন, প্রথম থেকেই বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলাবাসী বুড়িচং রোডে ফ্লাইওভারের দাবি করে আসছিল।

এটি নির্মিত হলে দুই উপজেলাবাসী যানজটের দুর্ভোগ থেকে বাঁচবে। সওজ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ সাইফউদ্দিন জানান, শাসনগাছায় ফ্লাইওভারের সঙ্গে বুড়িচং রোড সংযুক্তের সম্ভাবনা রয়েছে।  বিষয়টি নিয়ে নতুন পরিকল্পনা হচ্ছে।

 

সর্বশেষ খবর