বুধবার, ২৩ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

তিন নেতার ঘরে ‘বিদ্রোহী বিভীষণ’

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা

তিন নেতার ঘরে ‘বিদ্রোহী বিভীষণ’

কুমিল্লার ছয়টি পৌরসভায় ২৮ জন মেয়র, সংরক্ষিত ওয়ার্ডে ৪৫ জন ও সাধারণ ওয়ার্ডে ২২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ছয় পৌরসভার মধ্যে আওয়ামী লীগ-বিএনপির তিন নেতার পৌর এলাকায় বিদ্রোহী প্রার্থীরা নিজ দলের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছেন। এদিকে ছয়টি পৌরসভায় প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর মধ্যে। এবার কুমিল্লায় মেয়র পদে জামায়াতের কোনো প্রার্থী নেই। চৌদ্দগ্রাম পৌরসভা কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও রেলমন্ত্রী মুজিবুল হকের নির্বাচনী এলাকা। এখানে মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী মিজানুর রহমান, আওয়ামী লীগের বিদ্রোহী ইমাম হোসেন পাটোয়ারী। এখানে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা বারবার সংঘর্ষে জড়িয়ে পড়ছে। সোমবারও দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়।  বিএনপির প্রার্থী মুহম্মদ গোলাম রাব্বানী (নয়ন বাঙ্গালী)। হোমনা পৌরসভা বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের নির্বাচনী এলাকা। এখানে বিএনপির প্রার্থী আলহাজ আবদুল লতিফ, বিএনপির বিদ্রোহী মো. হানিফ মিয়া ও আলমগীর সরকার। আওয়ামী লীগের অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম, জাতীয় পার্টির মো. ইসমাইল হোসেন সিরাজী, ইসলামী আন্দোলন বাংলাদেশের আবদুল হাকিম ও স্বতন্ত্র মো. জহিরুল হক।

দাউদকান্দি পৌরসভা বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নির্বাচনী এলাকা। বিএনপির প্রার্থী কে এম আই খলিল ও বিদ্রোহী নুরুল আমিন সরকার। এখানে ড. খন্দকার মোশাররফের লোকজন বিদ্রোহী প্রার্থীর পক্ষে অবস্থান নিয়েছেন। আওয়ামী লীগের প্রার্থী নাঈম ইউছুফ সেইন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা জালাল উদ্দিন। লাকসামে মেয়র পদে আওয়ামী লীগের অধ্যাপক আবুল খায়ের, বিএনপির শাহনাজ আক্তার, জাতীয় পার্টির মোখলেছুর রহমান ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নূর মোহাম্মদ। চান্দিনায় মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী মো. মফিজুল ইসলাম ও বিদ্রোহী আবদুল মান্নান সরকার, বিএনপির প্রার্থী শাহ্ মোহাম্মদ আলমগীর খান। বরুড়া পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী বাহাদুরুজ্জামান, বিএনপির জসিম উদ্দিন পাটোয়ারি, জাতীয় পার্টির আনু মিয়া মিয়াজী, ইসলামী ফ্রন্টের কবির হোসেন, তরিকত ফেডারেশনের আবুল কালাম আজাদ, জাসদ (ইনু) অজিত কুমার দত্ত ও স্বতন্ত্র আরিফ হোসেন ভূইয়া।

সর্বশেষ খবর