শুক্রবার, ২১ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা
সাক্ষাৎকার

মুক্তিযুদ্ধে বিশ্বাসীদের নিয়েই শক্তি বাড়াতে হবে

তালুকদার আবদুল খালেক

সামছুজ্জামান শাহীন, খুলনা

মুক্তিযুদ্ধে বিশ্বাসীদের নিয়েই শক্তি বাড়াতে হবে

জাতীয় সম্মেলনে মুক্তিযুদ্ধে বিশ্বাসীদের নিয়েই আওয়ামী লীগের শক্তি বাড়াতে হবে বলে মনে করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র প্রবীণ রাজনীতিক তালুকদার আবদুল খালেক এমপি। স্বাধীনতাবিরোধীদের কোনো অবস্থাতেই দলে ঠাঁই দেওয়া উচিত নয়। ওরা সুবিধাবাদী। সুযোগ পেলেই দলের ক্ষতি করবে। এমন যারা আছে তাদের দল থেকে বের করে দেওয়া উচিত। তিনি বলেন, আওয়ামী লীগ বৃহৎ দল। কে কোনভাবে কাকে দলে প্রবেশ করায়- তা বলা কঠিন। তারপরও আমার মনে হয় দলের যে নিয়ম আছে তা মান্য করলে সমস্যা থাকে না। নিয়মটা হচ্ছে- দলে নতুন কাউকে নিতে হলে ইউনিট কমিটি যাচাই-বাছাই করে থানা কমিটিকে সুপারিশ করবে। সেই সুপারিশ থানা ও জেলা কমিটি সুপারিশ করে কেন্দ্রে জানাবে। অনেক সময় কিছু উৎসাহী মানুষ আছে, কিছু এমপি আছেন- যারা তাদের পছন্দের লোককে দলে প্রবেশের সুযোগ দেন। তবে স্বাধীনতাবিরোধী কেউ দলে প্রবেশ করুক দলকে পেট্রোনাইজ করুক, কোনো নেতা এদের দলের কর্মকাণ্ডে সম্পৃক্ত করুক- এটা আমরা চাই না। আমরা চাই স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে বিশ্বাসীদের নিয়েই এই সংগঠনটি শক্তিশালী হয়- সেই কাজটিই করা উচিত। আমি মনে করি আমাদের প্রত্যেকেরই উচিত সুবিধাবাদীদের থেকে দলকে রক্ষা করা। পরিচিত এবং দুঃসময়ে দলের পাশে ছিলেন- এমনদের প্রতি খেয়াল রাখতে হবে।

কেন্দ্রীয় কমিটি প্রসঙ্গে প্রবীণ রাজনীতিক খালেক বলেন, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ওপর মাঠপর্যায়ের সব নেতা-কর্মীর এত অগাধ বিশ্বাস যে, উনি স্বাধীনতাবিরোধী বা সুবিধাবাদীদের প্রশ্রয় দেবেন না। বরং মাঠের ত্যাগী ও দলের জন্য নিবেদিতদেরই মূল্যায়ন করবেন। এটাই আমার বিশ্বাস।

সর্বশেষ খবর