শুক্রবার, ১৬ জুন, ২০১৭ ০০:০০ টা
হাসান হাফিজুর রহমান

কীর্তিমান লেখক

কীর্তিমান লেখক

হাসান হাফিজুর রহমান (১৯৩২-১৯৮৩)  সাহিত্যিক, সাংবাদিক, সমালোচক। ১৯৩২ সালের ১৪ জুন জামালপুর শহরে তার জন্ম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫১ সালে বিএ এবং ১৯৫৫ সালে বাংলা ভাষা ও সাহিত্যে এমএ ডিগ্রি লাভ করেন। তার পেশাগত জীবন খুবই বৈচিত্র্যময়। ১৯৫২ সালে সাপ্তাহিক বেগম পত্রিকায় সহকারী সম্পাদক হিসেবে তিনি কর্মজীবন শুরু করেন। পরে  সওগাত, ইত্তেহাদ, পাকিস্তান এবং স্বাধীনতার পর দৈনিক বাংলা পত্রিকায় কাজ করেন। ১৯৭২ সালের জানুয়ারি মাসে তিনি দৈনিক বাংলার সম্পাদক মণ্ডলীর সভাপতি নির্বাচিত হন। এর মাঝে ১৯৫৭ থেকে ১৯৬৪ পর্যন্ত দুবার তিনি জগন্নাথ কলেজে বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে শিক্ষকতা করেন। ১৯৭৩ সালে তিনি মস্কোস্থ বাংলাদেশ দূতাবাসের প্রেস কাউন্সিলর নিযুক্ত হন এবং সোভিয়েত লেখক সঙ্ঘের আমন্ত্রণে আলমা আতায় অনুষ্ঠিত আফ্রো-এশীয় লেখক সঙ্ঘের সম্মেলনে যোগদান করেন। কবি হাসান হাফিজুর রহমানের সাহিত্যচর্চার শুরু ছাত্রজীবন থেকেই। ১৯৪৬ সালে স্কুলে পড়া অবস্থায় তার প্রথম রচনা একটি ছোটগল্প ‘অশ্রুভেজা পথ চলতে’ সওগাত পত্রিকায় প্রকাশিত হয়। পরে ১৯৪৯ সালে সোনার বাংলা পত্রিকায় প্রকাশিত হয় তার প্রথম কবিতা। এ বছর তিনি ‘ঢাকা প্রগতি লেখক ও শিল্পী সঙ্ঘ’-এর সঙ্গে সম্পৃক্ত হন। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে তিনি সক্রিয় অংশগ্রহণ করেন এবং এ বছরই তার বিখ্যাত কবিতা ‘অমর একুশে’ রচিত হয়। ১৯৫৩ সালে তার সম্পাদনায় প্রকাশিত হয় ভাষা আন্দোলনের ওপর প্রথম সংকলন গ্রন্থ ‘একুশে ফেব্রুয়ারী’।

সাহিত্যচর্চা এবং পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি হাফিজুর রহমান বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গেও জড়িত ছিলেন। তার সম্পাদনায় ১৬ খণ্ডে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের দলিলপত্র (১৯৮২-৮৩) প্রকাশিত হয়। এটি তার জীবনের একটি গুরুত্বপূর্ণ কাজ। তিনি বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক (মরণোত্তর) লাভ করেন। ১৯৮৩ সালে তিনি প্রয়াত হন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর