শনিবার, ১৪ জুলাই, ২০১৮ ০০:০০ টা
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ

যে খেলার দর্শক নেই!

ইংল্যান্ড বনাম বেলজিয়াম

যে খেলার দর্শক নেই!

প্রতিযোগিতায় কে রানার্সআপ হলো সেটা কেউ মনে রাখে না। কথাটা বোধহয় সত্যি। তার ছিটেফোঁটা প্রমাণ মিলছে বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে। রাশিয়া বিশ্বকাপের টিকিট নিয়ে যেখানে কাড়াকাড়ি সেখানে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের জন্য কেউ জান বাজি রাখতে চান না। সবার চোখ বিশ্বকাপের ফাইনালের দিকে। বিশ্বকাপের আসল আকর্ষণ তো সোনার ট্রফি! সেমিফাইনালে ফ্রান্সের সঙ্গে হেরেছে বেলজিয়াম আর ক্রোয়েশিয়ার সঙ্গে হেরেছে ইংল্যান্ড। দুই পরাজিত দলের মুখোমুখি লড়াইয়ে ঠিক হবে কে জিতবে তৃতীয় স্থান। এই বিশ্বকাপে ইংল্যান্ড আর বেলজিয়াম দুই দলই ছিল গ্রুপ জি-তে। ইংল্যান্ড বিশ্বকাপ শুরু করে তিউনিসিয়াকে ২-১ গোলে হারিয়ে। তারপর পানামাকে ৬-১ গোলে উড়িয়ে দেয় তারা। অন্যদিকে বেলজিয়াম পানামাকে ৩-০ গোলে, এবং তিউনিসিয়াকে ৫-২ গোলে হারায়। ইংল্যান্ড আর বেলজিয়াম মুখোমুখি হয় গ্রুপপর্বের শেষ দিকে। সেই খেলায় ইংল্যান্ড অনেকটাই কৌশলী ভূমিকা নেয়। ১-০ গোলে বেলজিয়াম জিতে যায়। এই জয়ে বেলজিয়াম গ্রুপ চ্যাম্পিয়ন হলেও লাভ হয়েছিল ইংল্যান্ডের। কারণ ম্যাচ ফিকশ্চার বলছিল, জি গ্রুপ চ্যাম্পিয়নের জন্য অপেক্ষা করছিল ফ্রান্স, আর্জেন্টিনা, মেক্সিকো, ব্রাজিল, পর্তুগাল আর উরুগুয়ের মতো শক্তিশালী দলগুলো।

খেয়াল করলেই দেখা যাবে, ইংল্যান্ড সে তুলনায় লড়েছে অনেক স্বস্তিতেই। কলম্বিয়া, সুইডেনের সঙ্গে। সেমিফাইনালে এসেই চ্যালেঞ্জে পড়ে প্রথমবারের মতো। সেই চ্যালেঞ্জেই  ক্রোয়েশিয়ার কাছে কাটা পড়ে ইংল্যান্ড। ভক্তদের চোখের জলে ভাসিয়ে বিশ্বকাপ জয়ের স্বপ্ন ছাড়তে হয়েছে তাদের। অন্যদিকে বেলজিয়ামকে জান বাজি রেখে টপকাতে হয়েছে রুক্ষ পথ। জাপানকে হারিয়ে শক্তিশালী ব্রাজিলের মুখোমুখি হয় তারা। ব্রাজিল বাধা পেরিয়ে উরুগুয়ের সঙ্গে লড়াই করতে হয়েছে তাদের। সেই বাধাও উতরে ছিল লুকাকুরা। কিন্তু সেমিফাইনালে এসে জয়ের স্রোতে বাধা পড়ে। ফ্রান্স বেলজিয়ামকে ফাইনালে না পাঠিয়ে পাঠিয়ে দেয় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে। দর্শকদের নাকি এই খেলা নিয়ে মোটেই আগ্রহ নেই! এ কেমন কথা? ইংল্যান্ডের হ্যারি কেইনের পায়ে হয়েছে ৬ গোল। তারই গোল্ডেন বুট জেতার সম্ভাবনা বেশি। তার সবচেয়ে কাছে গোল্ডেন বুটের দাবিদার বেলজিয়ামের লুকাকু। এই দুই গোল মেশিনের দ্বৈরথ দেখার  জন্য হলেও তৃতীয় ম্যাচের গুরুত্ব কম নয়। কিন্তু দর্শকরা সে খবর রাখতে আগ্রহী নয়। ইংল্যান্ড-বেলজিয়াম ম্যাচের জন্য দর্শকরা স্টেডিয়ামের পথ ধরলেও সেটা ফুটবল উৎসবে শামিল হওয়া মাত্র। জয় নিয়ে বাড়ি ফিরতে চাওয়া দুই দলের প্রস্তুতিতেও গা ছাড়া ভাব ছিল না। অনলাইনে বাজি ধরা লোকদের ভিড়ও কমে গেছে এমনটাই বলছে আন্তর্জাতিক মিডিয়া। কারণ সব বাজিকরদের চোখ ফাইনালের দিকে। কে জিতবে বিশ্বকাপ এ নিয়ে বাজি ধরাতেই তাদের তুমুল আগ্রহ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর