বৃহস্পতিবার, ১৯ জুলাই, ২০১৮ ০০:০০ টা

হিমু-মিসির আলীর কথা

হিমু-মিসির আলীর কথা

লেখক হুমায়ূন আহমেদ তার গল্প, উপন্যাসে সৃষ্টি করেছেন অসামান্য, বৈচিত্র্যময় সব চরিত্র। খামখেয়ালী, রসিক, বুদ্ধিদীপ্ত ও রহস্যময় নানা ধরনের চরিত্রায়ণে তিনি ছিলেন পাঠকের কাছে জনপ্রিয়। তার তৈরি চরিত্রগুলো মানুষের মনে এতটাই বাস্তব হয়ে ওঠে যে, অনেক কিশোর বয়সী পাঠক মানতেই চায় না, এ স্রেফ লেখকের কল্পনায় বোনা মানুষ। হুমায়ূন আহমেদের চরিত্রগুলো পাঠক মহলে ব্যাপক আলোড়ন তুলতে সক্ষম হয়েছে। তেমন কয়েকটি চরিত্রের মধ্যে উল্লেখযোগ্য হলো- হিমু, মিসির আলী, রূপা, শুভ্র ও বাকের ভাই। বাংলা সাহিত্যে কুবের আছে, দেবদাস আছে, আছে কবি নিতাই। বহু কবি-সাহিত্যিক এমনকি নাট্যকারের সৃষ্টি করা এসব চরিত্র আমাদের মনে স্থান দখল করে আছে। সে সব চরিত্রের ভিতর থেকে হিমু ব্যাপক জনপ্রিয়। সেই কাল্পনিক হিমুতেই মজে আছে এই বাংলার অসংখ্য তরুণ। হিমুর আদলে হলুদ পাঞ্জাবিতে নিজেকে সাজিয়ে ঘুরে বেড়ায় শহর-বন্দরে। কাল্পনিক হিমু তরুণদের মনে এতটাই দাগ কেটেছে যে, হুমায়ূন আহমেদের মৃত্যুর খবর শুনে একদল হিমুর দল যাত্রা করেছিল নুহাশ পল্লীর দিকে। হিমু চরিত্রটিকে অনেকেই বাংলা সাহিত্যে প্রথা ভাঙা চরিত্র বলে মানেন। তার বয়সের তরুণ যখন নিজ ভবিষ্যৎ আর করপোরেট স্বপ্নে বিভোর, হিমু তখন পকেটবিহীন হলুদ পাঞ্জাবি গায়ে, খালি পায়ে হাঁটা এক পথিক। ‘হিমু’ উপন্যাসে সে নিজেকে একজন নিতান্তই পথিক হিসেবে পরিচয় দেয়। হুমায়ূন আহমেদের সৃষ্ট চরিত্রগুলোর মধ্যে জনপ্রিয়তার শীর্ষে থাকা চরিত্রের একটি এটি। অনেক চরিত্র মিসির আলী। তিনি মোটা ফ্রেমের ভারী চশমা পরিহিত, কিছুতেই বিশ্বাস করেন না অতিপ্রাকৃতিক ঘটনা। যত রহস্যময় ঘটনাই ঘটুক যুক্তি দিয়ে তার সমাধান খুঁজে নেন। এই যুক্তিবাদী মানুষটির নাম ‘মিসির আলী’। ‘হিমু’কে যদি অগোছালো আর যুক্তিতর্কবিরোধী চরিত্রের প্রতীক বলা হয়; মিসির আলী হচ্ছে সম্পূর্ণ তার বিপরীত। মানুষের মন, আচরণ, স্বপ্ন এবং সংকট যুক্তির আলোকে ব্যাখ্যা করাই হলো মিসির আলীর একমাত্র কাজ। ‘শুভ্র’ চরিত্রটি তার নামের অর্থের মতোই শুদ্ধতম এক মানবের প্রতিচ্ছবি। শুভ্র নিজেকে পৃথিবীর যাবতীয় জটিলতা থেকে দূরে রাখার চেষ্টা করে। নাটকের চরিত্র হিসেবে সবচেয়ে জনপ্রিয় বাকের ভাই। কোনো গল্প, উপন্যাস কিংবা নাটকের চরিত্র যে বাস্তব জীবনে এভাবে দৃশ্যমান হয় তা বোধ হয় আগে কেউ দেখেনি। হুমায়ূন আহমেদই সেই বিস্ময়কর ইতিহাস সৃষ্টি করেন ‘বাকের ভাই’ চরিত্রের মাধ্যমে। হুমায়ূন আহমেদের ‘কোথাও কেউ নেই’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয় নাটক। এ নাটকে ‘বাকের ভাই’র চরিত্রে অভিনয় করেন আসাদুজ্জামান নূর। হুমায়ূন আহমেদের আরেকটি সৃষ্টি ‘রূপা’। ‘হিমু’র মতো এক বাউণ্ডুলেকে ভালোবাসে এই অসম্ভব রূপবতী মেয়েটি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর