দীর্ঘ ২৮ বছর পর অনুষ্ঠিত হচ্ছে ডাকসু নির্বাচন। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে পাঠরত সব শিক্ষার্থীর কাছেই এ নির্বাচন নতুন। তাই নির্বাচনে ভোট প্রদানের প্রক্রিয়া অনেকেই জানেন না। তারা জেনে নিন কীভাবে দেবেন ডাকসু নির্বাচনে ভোট। গঠনতন্ত্র অনুযায়ী একজন ভোটার ডাকসুর কেন্দ্রীয় সংসদে ২৫টি এবং হল সংসদে ১৩টি মিলিয়ে সর্বমোট ৩৮টি ভোট দিতে পারবেন। কেন্দ্রীয় সংসদে ২৫টি ভোট সব হলের ভোটাররাই দিতে পারবেন এবং হল সংসদের ১৩ ভোট শুধু নিজ হলের প্রার্থীরা দিতে পারবেন। গত ৫ মার্চ সর্বশেষ সংশোধিত ভোটার তালিকায় নাম থাকলে নিজ হলের নোটিস বোর্ডে আপনার ভোটার নম্বর দেখে নিন। ভোটারদের হলের বৈধ পরিচয়পত্র দেখিয়ে ভোট দিতে হবে। ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীরা এখনো হলের পরিচয়পত্র না পাওয়ায় তারা ভর্তির পে-ইন স্লিপ দেখিয়ে ভোট দিতে পারবেন। একজন ভোটারকে দুটি ব্যালট পেপার দেওয়া হবে। একটি কেন্দ্রীয় সংসদে ২৫টি ভোট দেওয়ার জন্য এবং অপরটি হল সংসদের ১৩টি ভোট দেওয়ার জন্য। ব্যালট পেপারে কোনো প্রতীক বা ছবি থাকবে না। শুধু প্রত্যেক প্রার্থীর নাম ও ব্যালট নম্বর থাকবে। ব্যালট পেপারে প্রতিটি পদের জন্য একটি করে পাতা থাকবে। পাতায় ওই পদে মনোনীত সব প্রার্থীর নাম থাকবে। এভাবে একজন ভোটারকে দেওয়া দুটি ব্যালটে মোট ৩৮টা পাতা থাকবে। ভোটারকে প্রত্যেক পাতায় নিজের পছন্দের প্রার্থীর নামের পাশে সিল মারতে হবে।